২০২১ সালে শুরু হয় ধন্বন্তরী দাওয়া যোজনা। এই যোজনায় ধন্বন্তরী ওষুধের দোকান খোলা হয় যেখানে কম দামে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। যোজনার প্রথম পর্যায়ে ছত্তিশগড়ের ১৬৯টি শহরে ১৮৮টি এ রকম ওষুধের খোলা হয়। দোকান এ বার সেই রাজ্যের মহাসমুন্দ জেলায় এ রকম আরও ছ'টি দোকান খুলে গেল।
সেখানে সরাইপালি, বাসনা, পিথোরা, তুমগাঁও, মহাসমুন্দের মতো জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধের দোকানগুলি। প্রচুর মানুষ সেখান থেকে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন। এই যোজনার প্রথম বছর থেকে এখনও পর্যন্ত ৩৪৬৪৬ মানুষ নামীদামি নানা কোম্পানির ৫৬ লাখ ৮০ হাজার ৪১২ টাকার ওষুধে ৩১ লাখ ১৭ হাজার ৯৫৯ টাকার ছাড় পেয়েছেন।
advertisement
আরও পড়ুন: এবার হাতের নাগালেই কলকাতা ! পুরুলিয়ার থেকে বিমান ওড়া শুধু সময়ের অপেক্ষা
২০২১ সালে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উদ্যোগে এই যোজনা শুরু হয়। ১৬৯ শহরে ১৯৪টি ওষুধের দোকান খোলা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাধ্যতামূলক ভাবে রোগীদের জন্য জেনেরিক ওষুধ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে তাঁরা ওই দোকানগুলি থেকে সহজেই প্রয়োজনীয় ওষুধ কিনে নিতে পারেন। এখনও পর্যন্ত ১৬৫.৫৯ কোটি টাকার ওষুধে ১০৬ কোটি ৫৩ লাখ টাকার ছাড় দেওয়া হয়েছে।