TRENDING:

Bangla News|| ফিরল নির্ভয়ার স্মৃতি! প্রেমিককের বাইক থেকে নামিয়ে মেডিক্যাল ছাত্রীকে নির্মম গণধর্ষণ

Last Updated:

Medical Student Gang Raped: প্রেমিককের বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মেডিক্যাল ছাত্রীকে (medical student) গণধর্ষণ (gang-rape) করল অজ্ঞাতপরিচয় জনা কয়েক দুষ্কৃতী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহীশূর: ফিরল নির্ভয়াকাণ্ডের স্মৃতি! প্রেমিককের বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মেডিক্যাল ছাত্রীকে (medical student) গণধর্ষণ (gang-rape) করল অজ্ঞাতপরিচয় জনা কয়েক দুষ্কৃতী। প্রেমিককে ব্যাপক মারধর করা হয়। এ বারে লজ্জাজনক ঘটনার সাক্ষী কর্ণাটকের মহীশূর (Mysuru)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনায় যুক্ত ছিল চার অপরাধী।
advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণী আদতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। মহীশূরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে বাইকে করে  চামুন্ডি পাহারের দিকে যাচ্ছিলেন, সেই সময় ললিতাদ্রিপুরার (Lalitadripura) কাছে একদল দুষ্কৃতী তাঁদের রাস্তা আটকায়। টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দু'জনের কাছে তেমন কোনও মূল্যবান জিনিস না পেয়ে প্রথমে বাইক আরোহী যুবককে ব্যাপক মারধর করে। তারপর তাঁর সামনে দিয়েই প্রেমিকাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

মহীশূরের পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। অজ্ঞাতপরিচয় ধর্ষকদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে বেশ কয়েকটি দল গঠন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। এ দিনের এই ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Karnataka Chief Minister) বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) বলেন, 'অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের জন্য ডিরেক্টর জেনারেল অব পুলিশকে (Director General of Police) প্রবীন সুদকে নির্দেশ দিয়েছি।' পুলিশকে যথাযথ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (State Home Minister) আরাগা জনানেন্দ্র (Araga Jnanendra)।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bangla News|| ফিরল নির্ভয়ার স্মৃতি! প্রেমিককের বাইক থেকে নামিয়ে মেডিক্যাল ছাত্রীকে নির্মম গণধর্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল