সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনারও তীব্র নিন্দা জানান। ভিত্তিহীন ধর্মনিন্দার অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের প্রত্যাশা প্রকাশ করেছে ভারত।
সংবাদ সংস্থা এএনআই-কে উদ্ধৃত করে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহতভাবে বিদ্বেষমূলক আচরণ গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিককালে এক সংখ্যালঘু যুবকের হত্যাকাণ্ডের আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আশা করছি, এই অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হবে।”
advertisement
তিনি আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারত আগেও বারবার উদ্বেগ জানিয়েছে এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের তরফে যে ‘ভুল বর্ণনা’ তুলে ধরা হচ্ছে, তা ভারত প্রত্যাখ্যান করেছে।
বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর প্রায় ২,৯০০টি হিংসার ঘটনা রিপোর্ট হয়েছে। এই প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “আমরা আগেও বিবৃতি দিয়ে বাংলাদেশের তরফে ছড়ানো ভ্রান্ত তথ্যের বিরোধিতা করেছি।”
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর আসন্ন নির্বাচনের আগে বিএনপি নেতা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত বরাবরের মতোই বাংলাদেশে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে। এই ঘটনাটিকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের দীর্ঘদিনের অবস্থান ফের সামনে আনেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সরকার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে।
