আগেই উত্তরপ্রদেশে জোট ৭৫টি আসনে জোট ঘোষণা করেছিলেন অখিলেশ ও মায়াবতী । ৭৫টি আসন বাদে রায়বরেলি ও অমেঠি ছাড়া হয়েছে কংগ্রেসকে । এছাড়াও একটি আসন দেওয়া হয়েছে রাষ্ট্রীয় লোকদলকে ।
advertisement
বারাণসী, গোরখপুর থেকে লড়বেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। দুটি আসনই বর্তমানে নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের অধীনে। এসপির ৩৭টি আসনের মধ্যে থাকছে কাইরানা, মোর্দাবাদ, সম্বল, রামপুর, মণিপুরি, ফিরোজাবাদ, বাদাউন, বরেলি, লখনউ, ইটাওয়া, কানপুর, কণৌজ, ঝাঁসি, বান্দা , এলাহাবাদ, কৌশাম্বি, ফুলপুর , ফইজাবাদ, গোন্দা, গোরখপুর, আজমগড়, বারাণসী ও মির্জাপুর ।
মাতৃভাষা দিবসে বাংলাদেশে মৃত্যুমিছিল, অগ্নিকাণ্ডে প্রাণ হারাল ৭০ জন
সাহারানপুর, বিজনোর, আলিগড়, আগ্রা, ফতেপুর সিক্রি, ধৌরাহারা, সীতাপুর, সুলতানপুর, প্রতাপগড়, কইসরগঞ্জ,বস্তি, সালেমপুর,জনপুর, ভাদোহি ও দেওরিয়া থেকে লড়বেন বসপা প্রার্থীরা।