TRENDING:

মথুরায় সংঘর্ষে ২ পুলিশ আধিকারিক-সহ নিহত ২৪

Last Updated:

বৃহস্পতিবার মথুরায় পুলিশ ও দখলদারদের মধ্যে সংঘর্ষে ২ পুলিশ আধিকারিক-সহ মৃত্যু হয়েছে ১৪ জনের ৷ ঘটনায় মৃত্যু হয়েছে SP মুকুল দ্বিবেদী ও SHO সন্তোষ যাদবের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #মথুরা: বৃহস্পতিবার মথুরায় পুলিশ ও দখলদারদের মধ্যে সংঘর্ষে ২ পুলিশ আধিকারিক-সহ মৃত্যু হয়েছে ২৪ জনের ৷ ঘটনায় মৃত্যু হয়েছে SP মুকুল দ্বিবেদী ও SHO সন্তোষ যাদবের ৷  গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ পুলিশ কর্মী ৷
advertisement

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে জওয়াহার বাগ এলাকার বেশ কিছুটা জায়গা বেআইনি ভাবে দখল করে রেখেছিল এক দল লোক ৷ এরা সকলে স্বাধীন ভারত আন্দোলনের সঙ্গে যুক্ত ৷ IG এইচ আর শর্মা জানিয়েছেন, এলাহাবাদ আদালতের নির্দেশ মেনে পুলিশ যখন এলাকা দফলমুক্ত করতে যায় তখনই সংঘর্ষ বাধে ৷ প্রায় ৩,০০০ লোক পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ৷ এবং পরে গুলিও চালায় ৷

advertisement

উত্তরে পুলিশও প্রকাশ্যে গুলি চালায় ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে ৷ ঘটনার পর ২০০ বেশি লোককে আটক করেছে পুলিশ ৷

এডিজি দলজিৎ সিং  ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ তিনি জানিয়েছেন, ‘এদিন পুলিশ দফলদারদের এলাকা ফাঁকা করে দেওয়ার জন্য নোটিস দিতে গিয়েছিল ৷ কিন্তু বিক্ষোভকারীরা তাদের উপর এলোপাথারি গুলি করতে শুরু করে দেয় ৷’

advertisement

ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ ঘটনায় মৃতদের পরিবারের জন্য শোকপ্রকাশ করেন তিনি ৷ পাশাপাশি মৃত পুলিশ আধিকারিকদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

গোটা এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মথুরায় সংঘর্ষে ২ পুলিশ আধিকারিক-সহ নিহত ২৪