ইতিমধ্যেই ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে৷ বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও৷ এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করা হয়েছে৷
আরও পড়ুন: যাত্রীদের জন্য দুঃসংবাদ! সস্তা হচ্ছে না থ্রি এসি ইকনমি কোচ
জানা গিয়েছে, ইস্ট কোস্ট রেলের অন্তর্গত ভদ্রক- কাপিলাস সেকশনের কোড়াই স্টেশনে সকাল পৌনে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ যার ফলে আপ এবং ডাউন দু'টি লাইন অবরূদ্ধ হয়ে পড়ে৷ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে যাচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷
advertisement
দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে মালগাড়ির কামড়াগুলি রেল লাইন থেকে প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজে উঠে যায়৷ ভেঙে গিয়েছে প্ল্যাটফর্মের উপরে থাকা ঘরও৷ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ চালকের ভুল নাকি রেল লাইনে কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷
