পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রথমে প্ল্যান্টের রেক্টরে আগুন লাগে, তা থেকেই বাকি প্ল্যান্টে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দমকল। এ দিকে, দুর্ঘটনার সময় প্ল্যান্টের ভিতরে চারজন কাজ করছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই তাঁরা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে তেমনভাবে আঘাত লাগেনি কারও।
advertisement
বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। এ দিনের এই ঘটনার জেরে ফের স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বহু দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। এমনকি বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে বলেই জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ৭ মে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয় বেশ কয়েকজনের মৃত্যু হয়। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ ৷