জানা গিয়েছে, এই কাজের জন্য প্রত্যেকের কাছ থেকে ১০-১০ হাজার টাকা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে যোগী সরকারের কাছে৷ প্রতারণা চক্রের বিষয়টি নিয়ে এরপরই প্রশাসনে হইচই পড়ে গিয়েছে।
আরও পড়ুন: হাই টেনশন বিদ্যুতের টাওয়ার ভেঙে ৫ জনের মর্মান্তিক মৃত্যু, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক
অভিযোগকারী ডি এস মৌর্য সমাজ কল্যাণ রাজ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন। ডি এস মৌর্যর অভিযোগ, ২৩ নভেম্বর ২০২৪-এ সিরথু ব্লকের বাবু সিং ডিগ্রি কলেজে মুখ্যমন্ত্রী সমূহিক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে ২০০ জোড়া বিবাহ সম্পন্ন করা হয়েছিল। অভিযোগ, ২০টিরও বেশি কন্যার পাত্র বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
advertisement
অভিযোগ রয়েছে, সমাজ কল্যাণ বিভাগের সহকারী উন্নয়ন কর্মকর্তা ১০-১০ হাজার টাকা নিয়ে কাগজপত্রে তাদের বিবাহ সম্পন্ন দেখিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: অকালেই হারিয়ে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও রেডিও জকি, হতাশায় চরম সিদ্ধান্ত!
মামলার অভিযোগ সমাজ কল্যাণ বিভাগের রাজ্যমন্ত্রীকে জানানো হলে প্রশাসনে হইচই পড়ে যায়। ডিএম মধুসূদন হুলগি এই ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করেছেন। ডিএম জানান, অনলাইন প্রক্রিয়ার পর সঠিক যাচাইয়ের মাধ্যমে জোড়াগুলোকে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়ে বিবাহ সম্পন্ন করা হয়। যদি তদন্তে এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এসব উপকারভোগীকে সরকার থেকে দেওয়া সুবিধা প্রদান করা হবে না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।