আরও পড়ুনঃ ‘বিশেষ বিবাহ আইনে বদল সংসদ করতে পারবে, আদালত নয়!’ সমলিঙ্গ বিবাহ মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে
সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে একগুচ্ছ নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু, আইনের ব্যাখ্যা দিতে পারে। এই মামলায় মোট ৪টি রায় আছে।
advertisement
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপর, চলতি বছরের মে মাস থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে ম্যারাথন শুনানি চলে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে এর শুনানি হয়। ৫ বিচারপতির মধ্যে ছিলেন বিচারপতি এস.কে কাউল, বিচারপতি এস. আর ভাট বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি.এস নরসিমহা। তবে, গতকাল সোমবার সব শুনানি শেষ হয়। আর দীর্ঘ প্রতীক্ষার পর আজ এই বিষয়ে রায় দিল শীর্ষ আদালত।
পশ্চিমের দেশ আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ বহু দেশে সমলিঙ্গের বিয়ে আইনি স্বীকৃত পেয়েছে। গত কয়েক মাস ধরে এই রায়ের দিকে তাকিয়ে এলজিবিটিকিউ সমাজ।