এই ইভেন্টে স্থানীয় ও জাতীয় স্তর থেকে অনেকে অংশগ্রহণ করেন। অয়েল ইন্ডিয়া-উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নর্থ-ইস্ট হাফ মারাথন, ডিব্রুগড়কে সমর্থন জানিয়েছিল অয়েল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রেলটেল, প্লাজার, এলঅ্যান্ডটি, এসএআই, অসম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, অসম পুলিশ ও বিক্রান ফাউন্ডেশ এবং অন্যান্যরা।
আরও পড়ুন: স্কুলের পাঁচিল ভেঙে মৃত্যু মহিলার! অভিযোগের তির প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর দিকে
advertisement
বিজয়ীদের মধ্যে ৬.৫ লক্ষ টাকা মূল্যের পুরস্কার বিতরণ করা হয়।আন্তর্জাতিক স্তরে প্রশংসিত কিউরেটর শ্রী রাহুল বালি এই অনুষ্ঠান পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা পুরুষ ও মহিলাদের জন্য ২১ কিমি, ১০ কিমি ও ৫ কিমি দৌড়ে প্রতিযোগিতা করেন। ২১ কিমি লম্বা হাফ মারাথনে দৌড়বিদ ত্রিলোক কেআর ০১:০৮:৪৪ সময়ের মধ্যে দৌড় শেষ করে পুরুষদের দৌড়ে জয় লাভ করেন এবং অন্যদিকে ০১:৩৭:০৫ সময়ের মধ্যে দৌড় শেষ করে মহিলাদের দৌড়ে জয় লাভ করেন নদিয়া পাটর। পুরুষদের মধ্যে মনবী সিনহা ০১:১০:০৪ সময়ের মধ্যে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান লাভ করেন অন্যদিকে মহিলাদের মধ্যে মায়া মেধি ০১:৪০:২০ সময়ের মধ্যে শেষ করে দ্বিতীয় স্থান লাভ করেছেন।
আরও পড়ুন: ভোরে এল আগন্তুক! বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি উঠোনেই সারল শৌচকর্ম, কেন এমন কাণ্ড
উভয় ক্যাটাগরির জন্য ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়ে বিজয়ীদের নগদ টাকা, মেডেল এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। উত্তর-পূর্ব ভারতে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ও বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর-পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন করা হয়। পরিকল্পিত সিরিজের প্রথম ম্যারাথন ৫ ফেব্রুয়ারি, ২০২৩-এ মালিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় ইভেন্ট ২৬ ফেব্রুয়ারি ২০২৩-এ দার্জিলিং-এ অনুষ্ঠিত হয়। উত্তর পূর্ব ভারতে ক্রীড়া সংস্কৃতির উন্নয়েনর জন্য অদূর ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে।