TRENDING:

ঝাড়খণ্ডে পুলিশের ১২টি কোয়ার্টার ওড়াল মাওবাদীরা, শুরু ব্যাপক তল্লাশি

Last Updated:

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ মাহাতোর বয়ান অনুযায়ী, বেরকালা এলাকার এই পুলিশ কোয়ার্টারে একদল মাওবাদী ঢুকে পড‌ে শনিবার দুপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিংভূম: করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই গতিবিধি বাড়ছে মাওবাদীদের। রবিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পুলিশের ১২টি ভবন ওড়াল মাওবাদীরা।
advertisement

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ মাহাতোর বয়ান অনুযায়ী, বেরকালা এলাকার এই পুলিশ কোয়ার্টারে একদল মাওবাদী ঢুকে পড‌ে শনিবার দুপুরে। অস্ত্র দেখিয়ে ওই ভবনগুলিতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের এলাকা খালি করতে বলা হয়।

সংবাদসংস্থার কাছে অভিযোগ করা হয়, ওই পুলিশকর্মীদের বেধড়ক মারধরও করে দুষ্কৃতীরা। সাবধান করে বলা হয়, হেডকোয়ার্টারে খবর দিলে বিপদ বাড়বে।এর পরে আইইডি বিস্ফোরণে ওই এলাকার সব ক'টি বাড়ি উড়িয়ে দেয় ওই মাওবাদীর।

advertisement

পুলিশ সুপারের কথায়, "আমাদের প্রাথমিক তদন্ত বলছে বেশ আটঘাঁট বেঁধেই এসেছিল এই মাওবাদীরা। রাস্তায় গাছ কেটে আমাদের যাতায়াতের পথও রুদ্ধ করেছে ওরা।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁর কথায় গোটা বন জুড়ে দুষ্কৃতীদের ‌খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
ঝাড়খণ্ডে পুলিশের ১২টি কোয়ার্টার ওড়াল মাওবাদীরা, শুরু ব্যাপক তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল