TRENDING:

‘ভারতীয় সেনারা কথা বলে না, কাজ করে দেখায়’: মোদি

Last Updated:

কোঝিকোড়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ঝাঁজ ফুরতে না ফুরতেই রবিবার নিজের রেডিও শো ‘মন কী বাত’-এও টেনে আনলেন উরি ও পাকিস্তান ইস্যু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কোঝিকোড়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ঝাঁজ ফুরতে না ফুরতেই রবিবার নিজের রেডিও শো ‘মন কী বাত’-এও টেনে আনলেন উরি ও পাকিস্তান ইস্যু ৷ উরি হামলায় প্রাণ হারানো ১৮ জন জওয়ানকে শ্রদ্ধা জানিয়ে মন কী বাত-এর ২৪ তম এপিসোড শুরু করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, ‘জওয়ানদের মৃত্যু গোটা দেশের ক্ষতি ৷ উরির হামলাকারীরা শাস্তি পাবে ৷ ’
advertisement

একইসঙ্গে তিনি বলেন, উরি হামলায় জওয়ানদের মৃত্যুতে ক্রোধে ফুঁসছে গোটা দেশ ৷ ভারতীয় সেনারা উরি হামলার পর আরও ১৭বার পাক জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে ৷ মন কী বাত-এ মোদি বলেন, ‘ভারতীয় সেনা আমাদের গর্ব ৷ সেনারা কথা বলেন না, কাজ করে দেখায় ৷’

কাশ্মীর নিয়েই আন্তর্জাতিক মঞ্চে বারবার আক্রমণ শানিয়েছে পাকিস্তান ৷ অশান্ত কাশ্মীর নিয়ে এদিনও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ মোদিজি মন কী বাত-এ বলেন, ‘ভারতীয় সেনার উপর আমার আস্থা আছে ৷ আমি কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা শান্তি চায় ৷ তাঁদের সন্তান স্কুলে যেতে চায় ৷ কেউ যুদ্ধ চায় না,বিক্ষোভ চায় না ৷ উন্নয়ন,অগ্রগতি সব সমস্যার সমাধান ৷ যুদ্ধ সমস্যার সমাধান নয় ৷ কাশ্মীরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমার ৷’

advertisement

২৪ তম এপিসোডের সঙ্গে রবিবার প্রধানমন্ত্রীর এই মন কী বাত শো পূর্ণ করল দু’বছর ৷ এদিন উরি ও কাশ্মীর ইস্যু ছাড়াও গান্ধিজীর জন্মদিনে শুরু হওয়া স্বচ্ছ ভারত প্রকল্প নিয়েও বেশ কিছু পরামর্শ দেন মোদি ৷ তিনি বলেন, স্বচ্ছতা মানুষের স্বভাব হওয়া উচিত ৷ চলতি বছরেও গান্ধিজীর জন্মদিবসে স্বচ্ছতা নিয়ে ফের প্রচার করা হবে ৷’

advertisement

আরও পড়ুন

‘মোদিজি নিজের মন্ত্রীদের মুখে লাগাম পরান, পরমাণু যুদ্ধে পাকিস্তান সমস্যা মিটবে না’

ইতিমধ্যে দেশে ২কোটি ৪৮ লক্ষ শৌচাগার তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ স্বচ্ছ ভারত প্রকল্পে সরকারি উদ্যোগে গোটা দেশে এবং ভারতের গ্রামে গ্রামে স্বচ্ছতার প্রচার ফলপ্রসূ হয়েছে ৷

এদিন স্বচ্ছতার লক্ষ্যে একটি নতুন হেল্পলাইন নম্বর চালু করেন নরেন্দ্র মোদি ৷ মন কী বাত-এ তিনি বলেন, ‘সাফাই নিয়ে জানতে হেল্পলাইন নম্বর-১৯৬৯-এ ফোন করুন ৷ স্বচ্ছ অভিযান নিয়ে যে নতুন অ্যাপ তৈরি হয়েছে সেটি ব্যবহার করুন এবং স্বচ্ছতা অভিযানের ছবি পাঠান ৷’

advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভাষণের তীব্র প্রতিক্রিয়া পাক মিডিয়া ও সোশ্যালে

মন কী বাতের অন্যান্য এপিসোডের মতো এদিনও তরুণ প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দেন নরেন্দ্র মোদি ৷ সদ্য সমাপ্ত হওয়া প্যারাঅলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগী ও পদকজয়ীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্যারা অলিম্পিকে জয়ীরা দেশের মুখ উজ্জ্বল করেছেন ৷ ইচ্ছাশক্তিই আসল ভারতীয় খেলোয়াড়রা তাই প্রমাণ করলেন ৷ প্যারা অলিম্পিয়ানদের নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার ৷’

advertisement

পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে মমতার বার্তা, ‘দেশের তরুণ প্রজন্ম কিছু করতে চায় ৷ আমি তাদের উৎসাহিত করতে চাই ৷ লাল বাহাদুর শাস্ত্রীও তাই করেছিলেন ৷ আজ দিনদয়াল বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৷ তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সবশেষে একতার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘মন কি বাত আমার কাছে দেশবাসীর সঙ্গে যোগাযোগ ৷ দেশবাসীর সমস্যার সমাধানই মন কি বাত-এর লক্ষ্য ৷’ একইসঙ্গে দেশবাসীকে দুর্গাপুজো আর নবরাত্রির আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘ভারতীয় সেনারা কথা বলে না, কাজ করে দেখায়’: মোদি