TRENDING:

‘ভারতীয় সেনারা কথা বলে না, কাজ করে দেখায়’: মোদি

Last Updated:

কোঝিকোড়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ঝাঁজ ফুরতে না ফুরতেই রবিবার নিজের রেডিও শো ‘মন কী বাত’-এও টেনে আনলেন উরি ও পাকিস্তান ইস্যু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কোঝিকোড়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ঝাঁজ ফুরতে না ফুরতেই রবিবার নিজের রেডিও শো ‘মন কী বাত’-এও টেনে আনলেন উরি ও পাকিস্তান ইস্যু ৷ উরি হামলায় প্রাণ হারানো ১৮ জন জওয়ানকে শ্রদ্ধা জানিয়ে মন কী বাত-এর ২৪ তম এপিসোড শুরু করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, ‘জওয়ানদের মৃত্যু গোটা দেশের ক্ষতি ৷ উরির হামলাকারীরা শাস্তি পাবে ৷ ’
advertisement

একইসঙ্গে তিনি বলেন, উরি হামলায় জওয়ানদের মৃত্যুতে ক্রোধে ফুঁসছে গোটা দেশ ৷ ভারতীয় সেনারা উরি হামলার পর আরও ১৭বার পাক জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে ৷ মন কী বাত-এ মোদি বলেন, ‘ভারতীয় সেনা আমাদের গর্ব ৷ সেনারা কথা বলেন না, কাজ করে দেখায় ৷’

কাশ্মীর নিয়েই আন্তর্জাতিক মঞ্চে বারবার আক্রমণ শানিয়েছে পাকিস্তান ৷ অশান্ত কাশ্মীর নিয়ে এদিনও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ মোদিজি মন কী বাত-এ বলেন, ‘ভারতীয় সেনার উপর আমার আস্থা আছে ৷ আমি কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা শান্তি চায় ৷ তাঁদের সন্তান স্কুলে যেতে চায় ৷ কেউ যুদ্ধ চায় না,বিক্ষোভ চায় না ৷ উন্নয়ন,অগ্রগতি সব সমস্যার সমাধান ৷ যুদ্ধ সমস্যার সমাধান নয় ৷ কাশ্মীরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমার ৷’

advertisement

২৪ তম এপিসোডের সঙ্গে রবিবার প্রধানমন্ত্রীর এই মন কী বাত শো পূর্ণ করল দু’বছর ৷ এদিন উরি ও কাশ্মীর ইস্যু ছাড়াও গান্ধিজীর জন্মদিনে শুরু হওয়া স্বচ্ছ ভারত প্রকল্প নিয়েও বেশ কিছু পরামর্শ দেন মোদি ৷ তিনি বলেন, স্বচ্ছতা মানুষের স্বভাব হওয়া উচিত ৷ চলতি বছরেও গান্ধিজীর জন্মদিবসে স্বচ্ছতা নিয়ে ফের প্রচার করা হবে ৷’

advertisement

আরও পড়ুন

‘মোদিজি নিজের মন্ত্রীদের মুখে লাগাম পরান, পরমাণু যুদ্ধে পাকিস্তান সমস্যা মিটবে না’

ইতিমধ্যে দেশে ২কোটি ৪৮ লক্ষ শৌচাগার তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ স্বচ্ছ ভারত প্রকল্পে সরকারি উদ্যোগে গোটা দেশে এবং ভারতের গ্রামে গ্রামে স্বচ্ছতার প্রচার ফলপ্রসূ হয়েছে ৷

এদিন স্বচ্ছতার লক্ষ্যে একটি নতুন হেল্পলাইন নম্বর চালু করেন নরেন্দ্র মোদি ৷ মন কী বাত-এ তিনি বলেন, ‘সাফাই নিয়ে জানতে হেল্পলাইন নম্বর-১৯৬৯-এ ফোন করুন ৷ স্বচ্ছ অভিযান নিয়ে যে নতুন অ্যাপ তৈরি হয়েছে সেটি ব্যবহার করুন এবং স্বচ্ছতা অভিযানের ছবি পাঠান ৷’

advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভাষণের তীব্র প্রতিক্রিয়া পাক মিডিয়া ও সোশ্যালে

মন কী বাতের অন্যান্য এপিসোডের মতো এদিনও তরুণ প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দেন নরেন্দ্র মোদি ৷ সদ্য সমাপ্ত হওয়া প্যারাঅলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগী ও পদকজয়ীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্যারা অলিম্পিকে জয়ীরা দেশের মুখ উজ্জ্বল করেছেন ৷ ইচ্ছাশক্তিই আসল ভারতীয় খেলোয়াড়রা তাই প্রমাণ করলেন ৷ প্যারা অলিম্পিয়ানদের নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার ৷’

advertisement

পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে মমতার বার্তা, ‘দেশের তরুণ প্রজন্ম কিছু করতে চায় ৷ আমি তাদের উৎসাহিত করতে চাই ৷ লাল বাহাদুর শাস্ত্রীও তাই করেছিলেন ৷ আজ দিনদয়াল বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৷ তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

সবশেষে একতার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘মন কি বাত আমার কাছে দেশবাসীর সঙ্গে যোগাযোগ ৷ দেশবাসীর সমস্যার সমাধানই মন কি বাত-এর লক্ষ্য ৷’ একইসঙ্গে দেশবাসীকে দুর্গাপুজো আর নবরাত্রির আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘ভারতীয় সেনারা কথা বলে না, কাজ করে দেখায়’: মোদি