২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি সেবছরই ৩ অক্টোবর থেকে শুরু করেন তাঁর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। আজ সেই অনুষ্ঠান ১০০তম পর্বে পা দিল। জাতির উদ্দেশ্যে ভাষণে খোদ প্রধানমন্ত্রী বলেন ‘৩ অক্টোবর, ২০১৪ বিজয়া দশমীর দিন আমরা সবাই মিলে ‘মন কি বাত’-এর যাত্রা শুরু করেছিলাম। বিজয়া দশমী এমন এক উৎসব যা দুষ্টের দমন এবং শিষ্টের পালনের কথা বলে।’
advertisement
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর Mann Ki Baat শুধুই 'রেডিও অনুষ্ঠান' নয়! ট্যুইটে 'মন কি বাত' নিয়ে মন খুললেন অমিত শাহ!
তিনি আরও বলেছেন, ‘মন কি বাত’ অনুষ্ঠানের জন্য সমগ্র দেশবাসী প্রতি মাসে অপেক্ষা করে থাকেন। এই অনুষ্ঠান এখন একটি উৎসবে পরিণত হয়েছে। ‘মন কি বাত’ দেশবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলেছে যা তাঁদের সার্বিক উন্নতি ঘটতে সাহায্য করছে।
প্রথম সম্প্রচারে, প্রধানমন্ত্রী মোদি ‘স্বচ্ছ ভারত মিশন’ নিয়ে কথা বলেছিলেন। তিনি শ্রোতাদের অনুরোধ করেছিলন তাঁদের জীবনের সত্য ঘটনা, চিন্তাভাবনা বা পরামর্শ তাঁকে লিখে পাঠাতে। প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ। তিনি বলেন, ‘মানুষের কাছ থেকে হাজার হাজার চিঠি এবং বার্তা পেয়ে চলেছি আমরা। এবং প্রতিবার সেগুলি পড়ার সময় আবেগপ্রবণ হয়ে পরি।’
তিনি আজকের বক্তব্যে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে ‘মন কি বাত’ শুরু হওয়ার পর এতগুলি বছর কেটে গিয়েছে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার কাছে আজও নতুন লাগে এবং প্রতিটি পর্বের আলাদা আলাদা স্থান আমার মনে।’ ‘মেয়ের সঙ্গে সেলফি’ থেকে পর্যটন সবকিছু নিয়েই এদিন কথা বললেন নরেন্দ্র মোদি।