এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মনমোহন সিংয়ের শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটের নাম ঘোষণা করা৷ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, প্রয়াত মনমোহন সিংয়ের শেষকৃত্য এমন জায়গায় করা হোক, যেখানেএকটি স্মৃতি সৌধ তৈরি করা যাবে৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেও এই অনুরোধ করেন সনিয়া গান্ধি৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একই অনুরোধ করেছিলেন৷ তার পরেও নিগমবোধ ঘাটের নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেখানে কোনও স্মৃতিসৌধ গড়া সম্ভব নয় বলেই মত কংগ্রেস নেতৃত্বের৷ জয়রাম রমেশের অভিযোগ, প্রয়াত মনমোহন সিংকে ইচ্ছাকৃত অসম্মান করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার৷
advertisement
এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, ‘দেশবাসী বুঝতে পারছে না, কেন ভারত সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ভাবমূর্তি, অসামান্য সাফল্য এবং কয়েক দশক ধরে দেশের প্রতি অবদানের সঙ্গে মানানসই একটি জায়গা তাঁর শেষকৃত্যের জন্য খুঁজে পেল না৷ এটি দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ইচ্ছাকৃত অসম্মান ছাড়া আর কিছু নয়৷’
আরও পড়ুন: বরাদ্দ ছিল কয়েক কোটির BMW, মনমোহনের পছন্দের গাড়ি ছিল কোনটি? ফাঁস করলেন একসময়ের ছায়াসঙ্গী
কংগ্রেসের সঙ্গে একই অভিযোগে সরব হয়েছে শিরোমণি অকালি দলও৷ তাদেরও অভিযোগ, মনমোহন সিংয়ের পরিবার স্মৃতি সৌধ গড়ার যে দাবি জানিয়েছিল, তা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতি সৌধ গড়ার দাবিকে নিয়ে পাল্টা কংগ্রেসকে বিঁধেছে বিজেপিও৷ বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র প্রধানমন্ত্রীকে লেখা মল্লিকার্জুন খাড়গের চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাল্টা প্রশ্ন করেছেন, কেন দশ বছর ক্ষমতায় থেকেও ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আর এক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের স্মৃতি সৌধ গড়ার উদ্যোগ নেয়নি কংগ্রেস?