TRENDING:

Manish Sisodia: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির

Last Updated:

সংবাদসংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়ির পাশাপাশি ২০টিরও বেশি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। (Manish Sisodia)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার সাতসকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ কিছু নথিপত্র চাওয়া হচ্ছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সিবিআই দলকে স্বাগত জানিয়েছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়ির পাশাপাশি ২০টিরও বেশি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে।
মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়া
advertisement

advertisement

তাঁদের বক্তব্য, রাজধানী দিল্লির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সিসোদিয়া। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে সিসোদিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। কেজরিওয়াল লিখেছেন, সারাদেশে যেখানেই যিনি ভালো কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। তবে আদালতে সত্য প্রমাণিত হবে। দিল্লি সরকারের এক্সাইজ নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। একসঙ্গে ২১ জায়গায় চলছে তল্লাশি।

advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তদন্ত সংস্থার কর্মকর্তারা এর আগের অনুসন্ধানের সময় কিছুই খুঁজে পাননি এবং এবারও কিছুই খুজে পাবেন না। সিবিআই গত বছরের নভেম্বরে আনা দিল্লির আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এই সিবিআই হানা আপ সরকারের আনা নতুন আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত। এই আবগারি নীতি ২০২১-২২ আনা হয় গত বছরের নভেম্বরে। এলজি ভি কে সাক্সেনা এর প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল