গত প্রায় দু মাস ধরে এমনিতেই অশান্ত হয়ে রয়েছে মণিপুর৷ এরই মধ্যে সামনে আসে গত ৪ মে কাংপোকপি জেলার এই ঘটনা৷ ভাইরাল ভিডিও-তে দেখা যায়, দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরাচ্ছে একদল জনতা৷ ওই অবস্থাতেই দুই মহিলার উপরে চলছে নির্যাতন৷ একটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, দুই নির্যাতিতাকে প্রথমে গণধর্ষণ করা হয়৷ তার পরে তাঁদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরান হয়৷
advertisement
আরও পড়ুন: কেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস? সংসদে কারণ জানালেন রেল মন্ত্রী
এই নারকীয় ঘটনার ভিডিও ভাইরাল হতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর৷ কারণ এতদিন যে দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছিল, ওই দুই মহিলা তাদেরই একটি সম্প্রদায়ের মধ্যে পড়েন৷ অভিযুক্তরা অন্য পক্ষের৷
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে দাবি করা হয়, নির্মম অত্যাচারের জেরে ওই দুই নির্যাতিতার মৃত্যুও হয়৷ ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে দুই নির্যাতিতার মৃত্যুর কথা জানতে পারেন তাঁদের এক বন্ধু৷
ঘটনার ভিডিও সামনে আসতেই মণিপুর সরকার এবং পুলিশ প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়ে৷ ঘটনার পর দু মাসের বেশি সময় কেটে গেলেও কেন একজনকে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন উঠতে শুরু করে৷ শেষ পর্যন্ত ভাইরাল ভিডিও সামনে আসতেই মণিপুর পুলিশ অপহরণ, গণধর্ষণ এবং খুনের স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে৷ এর পরেই শুরু হয় গ্রেফতারি৷ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷