সেই ভিডিও নিয়ে এবার বড় নির্দেশ জারি করল কেন্দ্র। ট্যুইটার এবং সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিও শেয়ার না করার নির্দেশ জারি করেছে সরকার। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নির্দেশে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ভারতীয় আইন মেনে চলা উচিত, কারণ মণিপুরের ঘটনাটি তদন্ত সাপেক্ষ।
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
advertisement
গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে গিয়ে, তাঁদের গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হতেই গোটা দেশজুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে।
আরও পড়ুন: অনুব্রত জেলে, ২১ জুলাই ‘হিট’ করাবে কে? রেকর্ডের অঙ্গীকার করলেন বীরভূমের ওঁরা!
পুলিশ জানিয়েছে, নংগপোক সেকমাই স্টেশনে গণধর্ষণ, অপহরণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার মূলে রয়েছে খুইরম হেরাদাস। ভাইরাল ভিডিওর অভিযুক্তদের ধরতে পুলিশের ১২টি দল গঠন করা হয়েছে। বাকিদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।