TRENDING:

Manipur Violence: মণিপুরে ৪০ ‘জঙ্গি’ খতম, বললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী, নতুন করে ঝামেলাও শুরু

Last Updated:

Manipur Violence: নতুন করে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ায় বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদীরের সংঘর্ষ চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইম্ফল: ফের অশান্ত মণিপুর৷ নতুন করে সংঘর্ষে রবিবার ফের মৃত্যু হয়েছে ২ জনের, আহত ১২ জনের বেশি৷ একটি বিশেষ সম্প্রদায়ের প্রতিবাদের ঘটনায় পুলিশের গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে৷ এ দিকে মণিপুরের বিভিন্ন অংশে আদিবাসী সংগঠনের সদস্যরা প্রতিবাদ প্রদর্শন করছেন৷ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি নিয়ে একাধিক গোলমালের খবরও এসেছে৷
মণিপুরে অশান্তি, (ছবি-পিটিআই)
মণিপুরে অশান্তি, (ছবি-পিটিআই)
advertisement

এ দিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেণ সিং জানিয়েছেন, এখনও পর্যন্ত মণিপুরে এই হিংসার পিছনে মূল ভূমিকা পালন করেছে কুকি নামে একটি আদিবাসী সম্প্রদায়৷ আর সেই সম্প্রদায়ের এই হিংসাত্মক প্রতিবাদকে কাবু করতে একাধিক পদক্ষেপ করেছে মণিপুরের সরকার৷ এই সম্প্রদায়ের মানুষদের ‘জঙ্গী’ বলে আখ্যায়িত করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তিনি বলেছেন, ৪০ জন সশস্ত্র ‘জঙ্গী’ যাঁরা বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি ধ্বংস করা থেকে শুরু করে বিভিন্ন হিংসাত্মক কাজে লিপ্ত ছিল, তাঁদের খতম করেছে প্রশাসন৷

advertisement

নতুন করে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ায় বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদীরের সংঘর্ষ চলছে৷ আদিবাসী সংগঠনের সঙ্গে রবিবার কম করে আট ঘণ্টা নিরাপত্তা বাহিনীর লড়াই চলেছে৷ এ ছাড়াও আলাদা করে সরকারের কাছে হিংসাত্মক কাজকর্মের মূল আদিবাসী সম্প্রদায়ের নাগাল পেতে সরকার লিতানপোকি, সেরৌ, ইয়্যাংগ্যাংপোকি ও ত্রবুংয়ে তল্লাশি চালিয়েছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কুকি সম্প্রদায়ের সশস্ত্র বেশ কয়েকজন জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তা বাহিনীর লোকেরা পাশাপাশি জাঠ রেজিমেন্টের পক্ষ থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যাঁরা এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, কুকি আদিবাসীরা প্রতিবাদের নামে অত্যন্ত আধুনিক ও ভারী অস্ত্র ব্যবহার করছেন৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অত্যন্ত ভারী অস্ত্র যেমন এম১৬ রাইফেল, একে ৪৭, স্নাইপারের মতো অস্ত্র ব্যবহার করছেন এই আদিবাসী সম্প্রদায়ের লোকেরা৷ এগুলিকে জঙ্গী কার্যকলাপ বলেই তিনি চিহ্নিত করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Violence: মণিপুরে ৪০ ‘জঙ্গি’ খতম, বললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী, নতুন করে ঝামেলাও শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল