TRENDING:

চাপে পড়ে পিছু হঠল মণিপুর সরকার, মায়ানমারের শরণার্থীদের সাহায্যের আশ্বাস

Last Updated:

রাষ্ট্রপুঞ্জে মায়ানমারের দূত ভারত সহ প্রতিবেশী দেশগুলিকে অনুরোধ করেছিলেন যাতে মানবিকতার খাতিরে মায়ানমারের শরণার্থীদের প্রয়োজনে আশ্রয় দেওয়া হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইম্ফল: মায়ানমার থেকে আসা শরণার্থীদের সাহায্য করা যাবে না বলে যে নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার, বিতর্কের মুখে তা প্রত্যাহার করে নেওয়া হল৷ গত ২৬ মার্চ মণিপুর সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, মায়ানমার থেকে আসা কোনও শরণার্থীকে সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনওরকমের আশ্রয় বা খাবার দেওয়া চলবে না৷ যদিও এই নির্দেশকে অমানবিক বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অনেকে৷
advertisement

মণিপুর সরকারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এর আগের নির্দেশিকার অপব্যাখ্যা করা হচ্ছে৷ সেই কারণেই পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হল৷

এই মুহূর্তে মায়ানমারের রাজনৈতিক পরিবেশ যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে৷ ফলে প্রতিবেশী দেশ থেকে ভারতে আশ্রয় নিতে মায়ানমারের নাগরিকরা চেষ্টা করতে পারে বলে মনে করছে ভারত৷ শুক্রবারই রাজধানী ইয়াঙ্গন সহ দেশের ৯টি জায়গায় প্রতিবাদী মানুষের উপরে গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছে মায়ানমারের শাসক সেনা কর্তারা৷ যার ফলে বেশ কিছু শিশু সহ অন্তত ৯০ জনের মৃত্যু হয়৷ তার পরই মণিপুর সরকারের তরফে এই মুহূর্তে মায়ানমারের রাজনৈতিক পরিবেশ যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে৷ চান্ডেল, তেংগনোউপাল, কামজোং, উখরুল এবং চুরাচাঁদপুর প্রশাসনকে এই নির্দেশ দিয়ে বলা হয়, মায়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ আটকাতে সব ধরনের পদক্ষেপ করতে হবে৷

advertisement

সেই নির্দেশ প্রত্যাহার করে সোমবার ফের নয়া নির্দেশ জারি করেছেন মণিপুর সরকারের বিশেষ স্বরাষ্ট্র সচিব এইচ জ্ঞান প্রকাশ৷ এই নির্দেশিকায় দাবি করা হয়েছে, মণিপুর সরকার বরাবরই মায়ানমারের নাগরিকদের প্রতি মানবিক ব্যবহার করেছে৷ রাজধানী ইম্ফলে নিয়ে গিয়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে৷ সেই প্রক্রিয়াই জারি থাকবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাষ্ট্রপুঞ্জে মায়ানমারের দূত ভারত সহ প্রতিবেশী দেশগুলিকে অনুরোধ করেছিলেন যাতে মানবিকতার খাতিরে মায়ানমারের শরণার্থীদের প্রয়োজনে আশ্রয় দেওয়া হয়৷ মণিপুর সরকারের প্রথম নির্দেশিকা দেখে অনেকেই অভিযোগ করেছিলেন, এই সিদ্ধান্ত ভারতের সুনামকে ক্ষুন্ন করবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চাপে পড়ে পিছু হঠল মণিপুর সরকার, মায়ানমারের শরণার্থীদের সাহায্যের আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল