আজই ২০১৪ সালের প্রাথমিক টেট-এর ওএমআর শিট নষ্ট করা সংক্রান্ত মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে রাত আটটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তদন্তে মানিক সহযোগিতা না করলে সিবিআই গ্রেফতারির মতো পদক্ষেপও করতে পারবে বলে নির্দেশ দেয় আদালত৷
advertisement
আরও পড়ুন: কয়লাপাচার মামলায় স্বস্তিতে জীতেন তিওয়ারি! সিআইডিকে 'বড়' নির্দেশ হাইকোর্টের
এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মানিক ভট্টাচার্য৷ সেই আবেদনের ভিত্তিতেই মানিককে এক দিনের স্বস্তি দেয় বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ৷ একই সঙ্গে সিবিআই, ইডি সহ এই মামলায় যুক্ত সব পক্ষকেই নোটিস দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷
আগামিকাল ফের এই মামলার শুনানি হবে৷ এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন মানিক ভট্টাচার্য৷