TRENDING:

Viral: সিংহের খাঁচায় যুবক, পালানোর চেষ্টা! পরের কাণ্ড মারাত্মক, দেখুন ভিডিও

Last Updated:

গোটা বিষয়টিতে উপস্থিত সকলের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: সাংঘাতিক ভিডিও! সিংহের খাঁচায় এক যুবককে ঘিরে ধরেছে ৩-৪টি সিংহী। কোনওক্রমে তাদের হাত থেকে পালানো চেষ্টা করছেন এক যুবক। সবথেকে অবাক করে দেওয়ার মতো বিষয়, ওই যুবককে বাইরে বের করে নিয়ে আসার কোনও চেষ্টাই করা হচ্ছে না। বাইরে থেকে সকলে ভিডিও রেকর্ড করছেন গোটা ঘটনাটির।

ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত ছবি। সৌজন্যে- ইনস্টাগ্রাম/sumit_vishkarma2
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত ছবি। সৌজন্যে- ইনস্টাগ্রাম/sumit_vishkarma2
advertisement

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তবে ভিডিওটি দেখলে বোঝাই যাবে সিংহীগুলি প্রশিক্ষিত। কিন্তু ওই যুবক খাঁচায় থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। একের পরে এক সিংহী তাঁর গায়ে ঝাঁপিয়ে পড়ছিল ঠিকই, কিন্তু ভিডিওতে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ ওই যুবকের কোনও ক্ষতি হয়নি। কিন্তু ওই যুবক যে ভয় পেয়েছিল, তা ভিডিওটি দেখলেই অনুমান করা যাবে।

advertisement

গোটা বিষয়টিতে উপস্থিত সকলের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কারণ, যে কোনও সময়ে বড় ক্ষতি হতে পারত যুবকটির। কিন্তু আশেপাশে কেউ তাঁকে বের করার চেষ্টাও করেননি। উল্টে ভিডিও করছেন। ওই যুবক কোনওমতে খাঁচা থেকে বের হতে চাইছেন। কিন্তু সিংহীরা কিছুতেই ছাড়ছে না।

ওই যুবকের কোনও শারীরিক ক্ষতি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। ভিডিও কোনও চিড়িয়াখানার কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে সিংহীগুলোকে দেখলেই বোঝা যাচ্ছিল প্রশিক্ষণ প্রাপ্ত।

advertisement

আরও পড়ুন, আজ রানাঘাটে মমতা-অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?

আরও পড়ুন, ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির

কিন্তু নেটিজেনদের প্রশ্ন, প্রশিক্ষণ প্রাপ্ত বন্যপ্রাণীও আক্রমণ করে বসে। এমন ঘটনা বহুবার হয়েছে। এক্ষেত্রে এমনটা হলে তখন কী হত। তবে ওই যুবক কী করে খাঁচার ভিতরে ঢুকে গেল, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral: সিংহের খাঁচায় যুবক, পালানোর চেষ্টা! পরের কাণ্ড মারাত্মক, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল