ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলায়। মামিকে ধর্ষণ করার চেষ্টাও করছিলেন যুবক। মা ঘটনা জানতেই ছেলেকে খুন করে দেহ পাঁচ টুকরো করেন বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কে শ্যাম প্রসাদ (৩৫), অভিযুক্তের নাম কে লক্ষ্মী দেবী (৫৭)। ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছেন প্রকাশম জেলার পুলিশ সুপার।
advertisement
সংবাদমাধ্যম সূত্রে খবর, মহিলার আত্মীয়রাও অপরাধে তাঁকে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ সুপার জানান, নিজের ছেলের বিকৃত এবং অশ্লীল আচরণ সহ্য করতে না পেরে, তিনি একটি কুঠার বা ধারালো অস্ত্র ব্যবহার করে ছেলেকে হত্যা করেন।
আরও পড়ুন: শুধু টাকা নয়, উদ্ধার সোনার পাহাড়! পরিচারকও কোটিপতি! আয়কর অভিযানে মাথায় হাত আধিকারিকদের
মৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পিসি, কাকিমা, মাসি এবং মামিদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন এবং যৌনতার চেষ্টা করতেন। সুযোগ বুঝে সে হায়দ্রাবাদ এবং নারাসারাওপেটায় তার মাসি এবং মামিদের ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যুবককে খুন করার পরে দেহ পাঁচ টুকরো করে তিনটি বস্তায় ভরা হয় এবং তারপর একটি খালে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত যুবকের মা পলাতক, তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।