TRENDING:

Jharkhand horror: ধর্ষণ করে লিভ ইন সঙ্গীকে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে এল কসাই! ঝাড়খণ্ডে নৃশংসতা

Last Updated:

ওই তরুণীকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে নরেশ৷ এর পর স্ত্রীকে না নিয়েই তামিলনাড়ু ফিরে গিয়ে ফের ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করে সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি: নিজে পেশায় কসাই৷ তামিলনাড়ুতে মাংস কাটার কাজ করত সে৷ শেষ পর্যন্ত নিজের লিভ ইন সঙ্গীকেই ধর্ষণ করে খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করে ফেলল ২৫ বছর বয়সি এক যুবক!
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়৷ নিজের লিভ ইন সঙ্গীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলে ফেলে এসেছিল ওই যুবক৷ কিন্তু একটি কুকুরের মুখে মানুষের কাটা হাত দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ তার পরই নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে৷

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, মৃতের নাম নরেশ ভেংরা৷ পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুতে থাকার সময় গত কয়েক বছর ধরে ২৪ বছর বয়সি এক তরুণীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিল নরেশ৷ ওই তরুণীও ঝাড়খণ্ডের খুঁটি জেলারই বাসিন্দা৷ কিন্তু কিছুদিন আগে বাড়ি ফিরে ওই তরুণীকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে নরেশ৷ এর পর স্ত্রীকে না নিয়েই তামিলনাড়ু ফিরে গিয়ে ফের ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করে সে৷

advertisement

আরও পড়ুন: প্রেমিকাকে খুন, মৃতদেহের সঙ্গেই একদিন কাটাল প্রেমিক! বেঙ্গালুরুতে শিউরে ওঠা কাণ্ড

ইতিমধ্যে ওই তরুণীও নরেশকে বিয়ের জন্য চাপ দিতে থাকে৷ গত ৮ নভেম্বর ওই তরুণীকে নিয়ে খুঁটিতে ফেরে নরেশ৷ কিন্তু বাড়িতে না গিয়ে ওই তরুণীকে নিয়ে এলাকার একটি জঙ্গল ঘেরা জায়গায় যায় সে৷ সেখানে ওই তরুণীকে অপেক্ষা করতে বলে ধারাল অস্ত্র কিনে আনে নরেশ৷ এর পর প্রথমে ওই তরুণীকে ধর্ষণ করে সে৷ তার পর ওড়না গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করে নরেশ৷ প্রমাণ লোপাট করতে তরুণীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলেই ফেলে আসে অভিযুক্ত৷ যাতে বন্য পশুরা ওই দেহাংশ খেয়ে নিতে পারে৷ এর পর নিজের বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গেই থাকছিল নরেশ৷

advertisement

যদিও নরেশের এই কীর্তি চাপা থাকেনি৷ বাড়ি ফেরার আগে ওই তরুণী তাঁর মাকে জানিয়েছিলেন তিনি নরেশের সঙ্গেই রয়েছেন৷ জঙ্গলের ভিতর থেকে তরুণীর একটি ব্যাগ পায় পুলিশ৷ তার ভিতরে তরুণীর আধার কার্ডও ছিল৷ সেই সূত্রেই তরুণীর মাকে ডেকে পাঠায় পুলিশ৷ তরুণীর জিনিসপত্র এবং দেহাংশ দেখে নিজের মেয়েকে শনাক্ত করেন তরুণীর মা৷ এর পরই অভিযুক্ত নরেশকে গ্রেফতার করা হয়৷

advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা৷ ঝাড়খণ্ডের এই ঘটনায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনেকেরই দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের কথা মনে পড়ছে৷ ২০২২ সালে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামে ওই তরুণীর দেহও টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে এসেছিল তাঁর লিভ ইন সঙ্গী৷

বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand horror: ধর্ষণ করে লিভ ইন সঙ্গীকে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে এল কসাই! ঝাড়খণ্ডে নৃশংসতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল