TRENDING:

Noida Dog Torture: ভয় পেয়েছিল শিশু, পোষা জার্মান শেফার্ডকে নৃশংস শাস্তি ব্যক্তির! নয়ডায় শিউড়ে ওঠা ঘটনা

Last Updated:

নৃশংস এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার ডানকৌরে৷ জানা গিয়েছে ওই জার্মান শেফার্ড কুকুরটির মালিকে সেটিকে গেটের কাছে বেঁধে রেখেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: কুকুরের চিৎকারে ভয় পেয়ে গিয়েছিল ছোট্ট শিশু৷ সেই রাগেই একটি বাড়িতে পোষা জার্মান শেফার্ড কুকুরকে নৃশংস শাস্তি দিল শিশুটির বাবা৷ লাঠি দিয়ে নির্মম মারের পর গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কুকুরটিকে প্রায় তিন কিলোমিটার রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেলেন ওই ব্যক্তি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

নৃশংস এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার ডানকৌরে৷ জানা গিয়েছে ওই জার্মান শেফার্ড কুকুরটির মালিকে সেটিকে গেটের কাছে বেঁধে রেখেছিলেন৷ সেই সময় ওই ব্যক্তির শিশুসন্তানকে দেখে চিৎকার করে তেড়ে যায় কুকুরটি৷ এতেই ভয় পেয়ে গিয়ে মাটিতে পড়ে যায় শিশুটি৷

আরও পড়ুন: মর্নিং ওয়াকেই মন হারালেন দিলীপ! ইকো পার্কে প্রাতঃভ্রমণে যেতে পারেন কারা, কী কী নিয়ম?

advertisement

এর পরই কুকুরটির উপরে চড়াও হয় শিশুটির বাবা৷ প্রথমে লাঠি দিয়ে কুকুরটিকে বেঁধড়ক মারেন তিনি৷ এর পর একটি গাড়ির পিছনে কুকুরটিকে বেঁধে তিন কিলোমিটার রাস্তা টানতে টানতে নিয়ে যাওয়া হয়৷ কুকুরটির মালিক সুধীর ইন্দোরিয়ার অভিযোগ, একটি স্করপিও গাড়ির পিছনে বেঁধে ওই কুকুরটিকে প্রায় তিন কিলোমিটার রাস্তার উপর দিয়ে নয়ডার স্পোর্টস সিটির কাছে নিয়ে যায়৷ পরে পুলিশ গিয়ে গুরুতর আহত কুকুরটিকে উদ্ধার করে৷

advertisement

বর্তমানে আহত কুকুরটি স্থানীয় একটি পশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে কুকুরটির মালিক৷ তাঁর দাবি, পুলিশে অভিযোগ করলে তাঁকে খুনের হুমকিও দেয় অভিযুক্ত৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Noida Dog Torture: ভয় পেয়েছিল শিশু, পোষা জার্মান শেফার্ডকে নৃশংস শাস্তি ব্যক্তির! নয়ডায় শিউড়ে ওঠা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল