TRENDING:

Locked in a room full of snake: এক ঘর ফণা তোলা সাপ! তার মধ্যেই তালাবন্ধ ব্যক্তি, এ সব কী করছেন? দেখলে শিউরে উঠবেন

Last Updated:

এত সাপের মাঝে কী ভাবে টিকে রইলেন সেই ব্যক্তি? তাঁকে ঘিরে জমছে বিস্ময়। লক্ষ লক্ষ ভিউ আর শেয়ার সেই ভিডিওর। দেখা যায়, বিষধর সাপেরা চারদিকে মাথা তুলে ফোঁস ফোঁস করছে সেই ঘরে। ব্যক্তি কোনও রকম জড়তা ছাড়াই সাপেদের গায়ে হাত দিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাপ দেখলে অনেকেরই বুক ধড়ফড় করে। তবে সম্প্রতি এক ব্যক্তিকে একঘর সাপের মাঝে অনায়াসে হেঁটে বেড়াতে দেখা গেল। হাতে তাঁর লাঠি। পায়ে কোনও চোট আছে তাঁর বোঝা যায়। ছোট্ট ঘরে লাঠি দিয়ে সাপ সরিয়ে সরিয়ে পথ করছিলেন তিনি। শুরুতে বসেছিলেন। সাপ কিলবিল করছিল তাঁর গায়ের কাছে। কোলের উপরও ছিল এক জোড়া সাপ। কয়েকজন তাঁকে ওই ঘরেই বন্ধ করে দিয়ে চলে গেলেন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এক ঘর ফণা তোলা সাপ! তার মধ্যেই তালাবন্ধ ব্যক্তি
এক ঘর ফণা তোলা সাপ! তার মধ্যেই তালাবন্ধ ব্যক্তি
advertisement

এত সাপের মাঝে কী ভাবে টিকে রইলেন সেই ব্যক্তি? তাঁকে ঘিরে জমছে বিস্ময়। লক্ষ লক্ষ ভিউ আর শেয়ার সেই ভিডিওর। দেখা যায়, বিষধর সাপেরা চারদিকে মাথা তুলে ফোঁস ফোঁস করছে সেই ঘরে। ব্যক্তি কোনও রকম জড়তা ছাড়াই সাপেদের গায়ে হাত দিচ্ছেন। হাত বুলিয়ে দিচ্ছেন ফণায়! আলগা চাপড়অ মারছেন। ঠিক যেন সাপগুলি তাঁর বহুদিনের চেনা পোষ্য! যে ব্যক্তি ভিডিও শেয়ার করেছেন তাঁর নাম আলি ঘোলামি। মন্তব্য উপচে পড়ছে তাঁর সাহসিকতার ভিডিওতে। সকলেই তাঁর সাপ ধরার দক্ষতার প্রশংসা করেছেন।

advertisement

কিছু দিন আগেই আরও এক অবাক সর্পকাণ্ডের নমুনা সামনে এসেছিল। মধ্যপ্রদেশে এক কিং কোবরা ধরতে গিয়ে ছোবল খেয়েছিলেন এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে এক সময় তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সেই কিং কোবরা নিজেই মারা যায়। ঘটনায় শোরগোল ওঠে এলাকায়। এও কি সম্ভব! মানুষ বেঁচে গেল বিষে অথচ সাপটিই মরে গেল?

advertisement

আরও পড়ুন- তরকারিতে ঘন ঘন চুল পাচ্ছেন? কিসের ইঙ্গিত জানেন? দেরি নয়, আজই ব্যবস্থা নিন!

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

কথায় আছে, কালো বিষধর সাপ কামড়ালে জল চাওয়ার সময়টুকুও পাওয়া যায় না। তার আগেই মৃত্যু হয় মানুষের। কিন্তু এই দুই ব্যক্তিই ভেল্কি দেখালেন সেই কালো বিষধর সাপেদের নিয়েই। একজন বিষ শরীরে যেতেও প্রাণে বেঁচে ফিরলেন। আর একজন খেলা করলেন এক ঘর মৃত্যুদূত নিয়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Locked in a room full of snake: এক ঘর ফণা তোলা সাপ! তার মধ্যেই তালাবন্ধ ব্যক্তি, এ সব কী করছেন? দেখলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল