সূত্রের খবর, ঘটনার সময় রাজকুমার নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন ৷ ঘুমনোর জন্য বাসের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি ৷ কিন্তু দরজার বদলে জানলা দিয়ে বাসে প্রবেশ করতে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানলায় আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে ৷
পরেদিন সকালে পথচারীরা রাজকুমারের মৃতদেহ বাসের জানলা থেকে ঝুলতে দেখে ৷ এরপর খবর দেওয়া হয় পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছে রাজকুমারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
রাজকুমারের স্ত্রী হেমলতা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই তারা আলাদা থাকছিলেন ৷ সন্তানদের সঙ্গে নিজের মায়ের বাড়িতেই থাকেন হেমলতা ৷ রাজকুমার একটি ধাবায় থাকতেন ৷
ঘটনাটি একটি দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2016 1:26 PM IST