বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথমে অভিযুক্ত ব্যক্তি সিট বেল্ট লাগাতে পারেন না বলে দাবি করেন এবং সাহায্য চেয়ে ডেকে পাঠান বিমান সেবিকাকে ৷ এরপর বিমানের শৌচালয়ে গিয়ে তিনি একটি বেল বাজান ৷ সাহায্য করার জন্য সেখানে যান বিমানসেবিকারা ৷ কিন্তু সেখানে গিয়ে দেখেন অভিযুক্ত ব্যক্তি নগ্ন হয়ে বিমান সেবিকাকে তাকে সাহায্য করতে বলেন ৷
advertisement
বিমান সেবিকারা তাকে আপত্তিকর অবস্থায় দেখে সৌচালয়ের ভিতরে যেতে অস্বীকার করেন ৷ শালীনতা বজায় রাখার অনুরোধও জানানো হয় ৷
এখানেই থামেননি তিনি ৷ নিজের ব্যবহারে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে শৌচালয় থেকে বেড়িয়ে মহিলা ক্রু মেম্বারদের উদ্দেশ্যে কটুক্তি করেন অভিযুক্ত ব্যক্তি ৷
এরপর বিমানের ক্যাপ্টেনকে বিষয়টি জানালে হলে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের তা জানানো হয় ৷ দিল্লি পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷
ইন্ডিগো বিমান সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়ায় তাদের মূল লক্ষ্য ৷ কিন্তু তার জন্য ক্রু মেম্বার ও বাকি সহ-যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও ভাবেই আপোস করা হবে না ৷ অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে যথাযত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷