সিসিটিভি এক আজব জিনিস। কত তথাকথিত ভদ্রলোকের মুখোশ খুলে দিয়েছে সিসিটিভি। এবারও তাই করল। এক ব্যক্তি এটিএমে গিয়েছিলেন টাকা তুলতে। সেখান থেকে যে জিনিসটা টুক করে তুলে নিলেন তা এই সময় সব থেকে বেশি জরুরি। ভর্তি স্যানিটাইজারের বোতল দেখে সেই ব্যক্তি আর লোভ সামলাতে পারলেন না। নীতিবোধ বিসর্জন দিয়ে তিনি আস্ত স্যানিটাইজারের বোতল ভরে নিলেন নিজের ব্যাগে। তবে এমন চুরির কাণ্ড ঘটাতে গিয়ে তাঁকে একটু সতর্কতা অবলম্বন করতে হল। একটু এদিক-ওদিক দেখে জল মেপে নিতে হল। তার পর সুযোগ বুঝেই হাত কি সাফাই! পোশাক, চাল-চলন দেখে তাঁকে ভদ্রসন্তানই মনে হবে। কিন্তু সেই তথাকথিত ভদ্রসন্তানের কাণ্ডকারখানা কিন্তু একেবারে চোরের মতো। যে চোর চুরির সুযোগ খোঁজে। (ভিজিও নিচের লিংকে)
advertisement
https://fb.watch/5d4ygCf7bg/
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। এবার পরিস্থিতি গতবারের থেকেই খারাপ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউন শুরু হয়েছে। করোনা সংক্রমণের হার রোজ বাড়ছে পাল্লা দিয়ে। ফলে এই সময় স্যানিটাইজার, মাস্কের ব্যবহার, করোনাবিধি পালন আবশ্যিক। তবে দরিদ্র দেশে বহু মানুষের নিয়মিত স্যানিটাইজার কেনার সামর্থ নেই। তাঁদেরও কিন্তু অল্প কিছু সহায় সম্বল গচ্ছিত রাখতে ব্যাঙ্কে যেতে হয়। এই সমস্ত অসহায় মানুষদের জন্যই ব্যাঙ্ক, মল, দোকানের বাইরে স্যানিটাইজারের ব্যবস্থা রাখছে কর্তৃপক্ষ। অনেক সময় কেউ স্যানিটাইজার সঙ্গে রাখতে ভুলে গেলে তিনিও ব্যবহার করতে পারেন। কিন্তু জনগণের জন্য রাখা স্যানিটাইজারের বোতল কি ব্যাগে পুরে ফেলা যায়!