পুলিশ সূত্রে খবর, নিগৃহীত ওই সংস্থার ম্যানেজার মার্চ মাসে লকডাউনের আগে কোম্পানির কাজে দিল্লি গিয়ে সেখানেই আটকে পড়েন । দিল্লিতে তাঁর সমস্ত খরচ সংস্থাকে বহন করতে হয় । এরপর লকডাউন শিথিল হতে গত ৭ মে পুণেতে ফিরে আসেন ওই ব্যক্তি । তখন তাঁকে ১৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় । কোয়ারেন্টাইনে যাওয়ার আগে ওই ব্যক্তির কাছ থেকে তাঁর ফোন ও সমস্ত ডেবিট কার্ড নিয়ে নেন কোম্পানির মালিক ।
advertisement
গত ১৩ জুন ম্যানেজারের কাছ থেকে দিল্লিতে খরচ করা ওই পুরো টাকাটাই দাবি করে মালিকপক্ষ । বিপুল ওই টাকা দিতে না পারায় ম্যানেজারকে নিজের ফার্ম হাউজে তুলে নিয়ে যায় মালিক । সেখানে আরও দুই ব্যক্তি উপস্থিত ছিল । তিন জন মিলে বেধড়ক মারধর করে ওই ব্যক্তিকে । এরপর তাঁর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে ছেড়ে দেওয়া হয় ।
সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে গিয়ে ভর্তি হন ওই ব্যক্তি । পরে পুলিশে অভিযোগ দায়ের করেন ।