জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ বেনদ্রেভদ্রা এলাকার কুনকুরি গ্রামে প্রথম নজরে আসে গ্রামবাসীদের। অভিযুক্ত জিত রাম যাদব তাঁর মা গুলাবাইকে কুড়ুল দিয়ে হত্যা করেন।
আরও পড়ুন: পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট রায়, কোন রাজ্য প্রথম সেই নির্দেশ প্রয়োগ করল জানেন?
এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুনকুরি থানা থেকে পুলিশ আধিকারিকরা আসার আগেই কয়েকশ গ্রামবাসী অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: যৌতুকের জন্য মার খেতেন ননদের হাতে, স্বামীর অত্যাচারে মৃতা নিকিকে নিয়ে জবানবন্দি বৌদির
এই প্রসঙ্গে, যশপুর পুলিশ সুপারিন্টেনডেন্ট শশীমোহন সিং জানান, ঘটনা ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি। যদিও জানা গিয়েছে, অভিযুক্ত জিত রাম মানসিকভাবে ভারসাম্যহীন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার বীভৎসতায় পুলিশকর্মীরা অভিযুক্ত জিত রামের বাড়িতে ঢুকতেও ভয় পাচ্ছিলেন। কারণ সেই সময় সারা বাড়িতে কুড়ুল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। চার ঘণ্টা ধরে বোঝানোর পর শান্ত করা হয় জিত রামকে। এরপরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
জিত রামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জিত রাম। কিন্তু, অভিযুক্ত কেন এমন ভয়াবহ কাণ্ড ঘটাল তা নিয়ে দিশাহারা পরিবারের মানুষেরা।
পুলিশ জানিয়েছে, তাঁদের পক্ষ থেকে তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রতিটি দিক যাচাই করে দেখা হচ্ছে।