TRENDING:

Man returns after declared dead on covid: হঠাৎ ভোরে দরজায় কড়া, হাজির কোভিডে ‘মৃত’ ছেলে, শেষকৃত্যর ২ বছর পর ফিরলেন কমলেশ!

Last Updated:

Man returns after declared dead on covid: শনিবার হঠাৎই নিজের মামার বাড়ির দরজায় হাজির কমলেশ। তখন ভোর ৬টা। গোটা পরিবার চমকে উঠেছে তাদের ‘মৃত’ ছেলেকে চোখের সামনে দেখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধার: দু’বছর আগে শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছিল। কোভিড অতিমারির সময়ে ভাইরাসের কবলে তাঁর মৃত্যু হয় জেনে চিরবিদায় জানিয়েছিল পরিবার। আচমকা সেই ঘটনার দু’বছর বাদে ফিরে এলেন সেই ‘মৃত’ ব্যক্তি। এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার জেলায়। ৩৫ বছরের কমলেশ পাটিদর এবং তাঁর পরিবারের গল্প শুনে হতবাক গোটা দেশ।
advertisement

শনিবার হঠাৎই নিজের মামার বাড়ির দরজায় হাজির কমলেশ। তখন ভোর ৬টা। গোটা পরিবার চমকে উঠেছে তাদের ‘মৃত’ ছেলেকে চোখের সামনে দেখে।

আরও পড়ুন: পাহাড়ি কুণ্ডে বাস নাগদেবীর, পূরণ করেন সব ইচ্ছা, জলে পড়লেও সেখানে ডোবে না কেউ!

পরিবার সূত্রে জানা যায়, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে কমলেশ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এমনকি ‘মৃতদেহ’ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তার পরই শেষকৃত্য সম্পন্ন হয় কমলেশের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাড়ি ফিরে আসার পর কমলেশ যদিও মুখ খোলেননি। এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে খোলসা করেননি কিছুই। কানওয়ান থানার দায়িত্বপ্রাপ্ত রাম সিং রাঠোর জানিয়েছেন, পরিবারের তথ্য অনুযায়ী, ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে কোভিড আক্রান্ত হয়ে মারা যান। ভর্তি ছিলেন গুজরাতের এক হাসপাতালে। এবার তিনি ফিরে এসেছেন। এখন কমলেশের বয়ান রেকর্ড করলেই সব বিষয় স্পষ্ট হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Man returns after declared dead on covid: হঠাৎ ভোরে দরজায় কড়া, হাজির কোভিডে ‘মৃত’ ছেলে, শেষকৃত্যর ২ বছর পর ফিরলেন কমলেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল