শনিবার হঠাৎই নিজের মামার বাড়ির দরজায় হাজির কমলেশ। তখন ভোর ৬টা। গোটা পরিবার চমকে উঠেছে তাদের ‘মৃত’ ছেলেকে চোখের সামনে দেখে।
আরও পড়ুন: পাহাড়ি কুণ্ডে বাস নাগদেবীর, পূরণ করেন সব ইচ্ছা, জলে পড়লেও সেখানে ডোবে না কেউ!
পরিবার সূত্রে জানা যায়, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে কমলেশ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এমনকি ‘মৃতদেহ’ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তার পরই শেষকৃত্য সম্পন্ন হয় কমলেশের।
advertisement
বাড়ি ফিরে আসার পর কমলেশ যদিও মুখ খোলেননি। এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে খোলসা করেননি কিছুই। কানওয়ান থানার দায়িত্বপ্রাপ্ত রাম সিং রাঠোর জানিয়েছেন, পরিবারের তথ্য অনুযায়ী, ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে কোভিড আক্রান্ত হয়ে মারা যান। ভর্তি ছিলেন গুজরাতের এক হাসপাতালে। এবার তিনি ফিরে এসেছেন। এখন কমলেশের বয়ান রেকর্ড করলেই সব বিষয় স্পষ্ট হবে।