ভারতীয় নৌবাহিনীর করা অভিযোগের ভিত্তিতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ কী উদ্দেশ্যে তিনি আইএনএস বিক্রান্ত সংক্রান্ত তথ্য জানতে চাইছিলেন, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
আরও পড়ুন: আফগানিস্তানে পড়ল ভারতীয় মিসাইল? কাবুল মুখ খুলতেই ফের মুখ পুড়ল পাকিস্তানের
অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারত এবং পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছনোর পর যে কোনও পরিস্থিতির মোকাবিলায় এবং প্রতিপক্ষকে আক্রমণে তৈরি রয়েছে ভারতের নৌবাহিনীও৷ এই পরিস্থিতিতে নিজেকে প্রধানমন্ত্রী দফতরের আধিকারিক রাঘভন হিসেবে পরিচয় দিয়ে অভিযুক্ত কোচিতে ভারতীয় নৌবাহিনীর দফতরে ফোন করেন৷ এর পর আইএনএস বিক্রান্তের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করেন অভিযুক্ত৷
advertisement
আইএনএস বিক্রান্ত ভারতে তৈরি প্রথম রণতরী যা যুদ্ধবিমান পরিবহণে সক্ষম৷ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইএনএস বিক্রান্তকে প্রথম জলে ভাসানো হয়৷ কোচিন শিপইয়ার্ডে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়৷ আইএনএস বিক্রান্ত-এ একসঙ্গে চল্লিশটি যুদ্ধবিমান ওঠানামা করতে পারে৷ মিসাইল ছুড়ে শত্রুপক্ষের হামলা প্রতিহত করতেও সক্ষম আইএনএস বিক্রান্ত৷
