পুলিশ সূত্রে খবর, ১৩ বছরের কিশোরী এবং অভিযুক্ত একই পরিবারের বাসিন্দা। ক্যানসার আক্রান্ত কিশোরী চিকিত্সার জন্য আনা হয় মুম্বইতে। থানেতে তার চিকিত্সা চলছিল। তাঁদের থাকার জন্য বদলাপুরে ভাড়ার ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন অভিযুক্ত। দু’মাস আগে এখানেই চিকিত্সা করাতে আসে কিশোরী। অপরিচিত মুম্বই শহরে কিশোরীর থাকা এবং চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয় যুবক।
advertisement
অভিযোগ কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকাকালীন তার উপর যৌন নির্যাতন করেন যুবক। একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ২৯ বছরের ওই যুবকের বিরুদ্ধে। কিশোরীর শারীরিক পরীক্ষা করাতে গিয়ে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা।
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতে চিকিৎসককে সব জানান কিশোরী। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।