আরও পড়ুন- তপ্ত পথে হেঁটে দু’টি পা ক্ষতবিক্ষত, দৃষ্টিহীন হস্তিনী চিকিৎসাধীন হাসপাতালে
ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়-
আপনি অবশ্যই বাইক কিক-স্টার্ট করতে দেখেছেন। তবে জিপ কিক-স্টার্ট করতে কখনও কি দেখেছেন! আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কিক মেরে জিপ স্টার্ট করছেন। সেই ব্যক্তি পুরনো পার্টস দিয়ে সেই জিপ তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আনন্দ মাহিন্দ্রা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই ভিডিও। আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, ''আমাদের অনুপ্রাণিত করার জন্য এই ব্যক্তির সৃষ্টি MahindraResearchValley-তে প্রদর্শিত হতে পারে। কম সম্পদে বেশি কিছু সৃষ্টি করাই আসল সৃজনশীলতা। আমি এই ধরণের কাজ আরও বেশি করে শেয়ার করব।''
advertisement
জানা গিয়েছে, পুরনো মোটরসাইকেলের ইঞ্জিন লাগানো হয়েছে সেই জিপে। বেশিরভাগ পার্টস পুরনো গাড়ি থেকে ওজন দরে কিনেছিলেন ওই ব্যক্তি। এমন একটি আশ্চর্য জিপ বানাতে তাঁর সাকুল্যে ৫০-৬০ হাজার টাকা খরচ হয়েছে। সেই জিপের ভিডিও দেখার পর আনন্দ মাহিন্দ্রাও চমকে গিয়েছেন। এখও পর্যন্ত এই ভিডিও দেখেছেন ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। ১০ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। হাজার জনেরও বেশি মানুষ রিটুইট করেছেন।
আরও পড়ুন- প্রতিদিন ৬০ কেজি মাংস-ভাত রেঁধে ৮০০ কুকুরকে খাওয়ান রজনী! বাড়িতে অসহায়দের বাস!
এর আগেও এমনই অনেক চমকে দেওয়ার মতো ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। আশ্চর্য আবিষ্কারের জন্য অনেককেই পুরষ্কৃত করেছেন তিনি। এবারও এই ব্য়ক্তির জন্য পুরষ্কারের কথা ঘোষণা করতে ভুললেন না তিনি।