মালাপতি আশোক কুমার (৩০) কে এই অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে, যা ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পোডিলির একটি পেট্রোল স্টেশনের কাছে ঘটেছিল, পুলিশ মঙ্গলবার জানিয়েছে।
জানা গিয়েছে ওই ব্যক্তি বিভিন্ন ঋণের জালে ফেঁসে ছিলেন৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতে তিনি পুরো পরিকল্পনাটি করেন৷ বোনের বীমার জন্য থাকা এক কোটি টাকা হাতাতে কাজও শুরু করে দেন৷ তিনি এটাও ভেবেছিলেন যে, বোনকে খুন করার পর পুরো বিষয়টা দুর্ঘটনা বলে সাজাবেন৷
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা! রাতের অন্ধকারে বাড়িতে প্রবল বিস্ফোরণ! ১ জনের মৃত্যু, ৬ জন গুরুতর আহত
ঘটনার দিন, কুমার তার বোনকে হাসপাতালে যাওয়ার অজুহাতে তার গাড়িতে করে ওঙ্গোলে নিয়ে যান, তারপর তাকে ঘুমের ওষুধ দেন এবং ফেরার পথে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। লোকটিকে আইপিসির বিভিন্ন ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১২০ (বি), ৩০২ এবং ২০১, তারা যোগ করেছে।