TRENDING:

Bengaluru woman murder: প্রেমিকাকে খুন, মৃতদেহের সঙ্গেই একদিন কাটাল প্রেমিক! বেঙ্গালুরুতে শিউরে ওঠা কাণ্ড

Last Updated:

ওই অ্যাপার্টমেন্টে গত ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্য অন্য কাউকে প্রবেশ করতে দেখা যায়নি৷ ফলে, তরুণীর প্রেমিকই খুনি বলে একরকম নিশ্চিত পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: গত শনিবার বেঙ্গালুরুর একটি সার্ভিস অ্যাপার্টমেন্টের ভাড়া করা ঘরে নিজের প্রেমিককে নিয়ে হাসিমুখেই ঢুকতে দেখা গিয়েছিল অসমের তরুণী মায়া গগৈকে৷ সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে এই ছবি৷ তিন দিন পর, সেই অ্যাপার্টমেন্টের ঘর থেকেই উদ্ধার হল ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীর প্রেমিক আরভ হারনির হাতেই খুন হয়েছেন ওই তরুণী৷ তদন্তকারীদের আরও দাবি, হত্যার পর অন্তত একদিন প্রেমিকার মৃতদেহের সঙ্গে ওই বাড়িতেই ছিল ওই যুবক৷ সোমবার ওই তরুণীকে খুন করার পর মঙ্গলবার বেঙ্গালুরুর ইন্দিরা নগরের ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায় সে৷ ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, ভাড়া করা ওই অ্যাপার্টমেন্টের ঘরের ভিতরে কম্বল এবং বালিশের গায়েও রক্তের দাগ লেগে রয়েছে৷

advertisement

আরও পড়ুন: ট্রেনে উঠে ধর্ষণ-খুন, প্ল্যাটফর্মে ঘুম! সিরিয়াল কিলার রাহুলের কীর্তিতে থ পুলিশ

ওই অ্যাপার্টমেন্টে গত ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্য অন্য কাউকে প্রবেশ করতে দেখা যায়নি৷ ফলে, তরুণীর প্রেমিকই খুনি বলে একরকম নিশ্চিত পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

জানা গিয়েছে, ওই তরুণী বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন৷ তদন্তকারীদের সন্দেহ, প্রেমিকাকে খুনের পর পরই যেহেতু তাঁর প্রেমিক ঘটনাস্থল থেকে পালায়নি, তাই দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাট করার পরিকল্পনা ওই যুবকের ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru woman murder: প্রেমিকাকে খুন, মৃতদেহের সঙ্গেই একদিন কাটাল প্রেমিক! বেঙ্গালুরুতে শিউরে ওঠা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল