ঘটনাটি জিগনা থানা এলাকার ভিলগুর গ্রামে ঘটেছে। সন্তোষ সিং নামে এক ব্যক্তি তার বাড়িতে একটি কুকুর পুষতেন। তিনি না কি পোষ্যটির খুব ভাল দেখভালও করতেন৷ কিন্তু রবিবারই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা৷ রবিবার রাতে যখন কুকুরটি ক্রমাগত ডাকতে শুরু করে, তখন তার পাশের বাড়ির বাসিন্দা ভানু সিং ক্ষেপে যান৷ এরপরই তিনি লাইসেন্সযুক্ত বন্দুক নিয়ে এসে কুকুরটিকে গুলি করে৷ জানা গিয়েছে, এমন ঘটনায় পোষ্যটি তখনই লুটিয়ে পড়ে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
advertisement
আরও পড়ুন: মহিলা পুলিশ কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার, থানা প্রধাণকে সাসপেন্ড করলেন এসপি!
এই ঘটনা পরপর সন্তোষ সিং-এর সঙ্গে ওই ব্যক্তির বেশ কিছুক্ষণ ঝগড়া হয়৷ তিনি পুলিশের কাছে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ এরপর ঘটনাস্থলে পৌঁছায়৷ গোটা বিষয়টি জানার পর তারা ভানু সিংকে গ্রেপ্তার করে৷ তার লাইসেন্স থাকা বন্দুকটিকেও বাজেয়াপ্ত করা হয়। কুকুরের মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর তদন্ত এগোবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷
জিগনা থানার ইনচার্জ শৈলেশ রায় জানিয়েছেন, কুকুরকে গুলি করে হত্যার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কুকুরটির মালিক সন্তোষ সিংয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ভানু সিংকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: অযোধ্যায় ২৫ লক্ষ প্রদীপের নতুন বিশ্ব রেকর্ড! মহাআরতি করবেন যোগীসহ ১১০০ বৈদিক পণ্ডিত
মানুষের ধৈর্য এখন কত কমে গিয়েছে, এই ঘটনাই তার প্রমাণ৷ জানা গিয়েছে, কুকুরটিকে এলাকার বাসিন্দারাও খুব ভালোবাসতেন৷ এটির হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না৷
কুকুর হত্যার ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই অপরাধী ভানু সিংয়ের এই কাজকে অমানবিক বলে জানিয়েছেন।