TRENDING:

ছাদ থেকে ঝাঁপ দিলেন ব্যক্তি, মারা গেলেন অন্য একজন !!

Last Updated:

আত্মহত্যার জন্য চারতলার ছাদ থেকে নীচে ঝাঁপ মেরেছিলেন এক মাঝবয়সী ভদ্রলোক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আত্মহত্যার জন্য চারতলার ছাদ থেকে নীচে ঝাঁপ মেরেছিলেন এক মাঝবয়সী ভদ্রলোক ৷ কিন্তু নিজে তো মরলেনই না, উল্টে মৃত্যু হল এক বৃদ্ধার ! আত্মহত্যা করতে গিয়ে বৃদ্ধার কী করে মৃত্যু হল ? আসলে তিনি যেখানে ঝাঁপ মেরেছিলেন, সেখানে নীচেই শুয়ে ছিলেন ওই বৃদ্ধা ৷ ভদ্রলোক সোজা গিয়ে পড়েন তাঁর ঘাড়ে ৷ তাই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ মারা যান বৃদ্ধা ৷ পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই বছর সাঁইত্রিশের ব্যক্তি ৷
advertisement

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। পেশায় অটোচালক ব্যক্তির নাম সেলভামুরুগান। পুলিশ জানিয়েছে, সেদিন রাত্রে বাড়ি ফিরে বউ এবং ভাইয়ের সঙ্গে তুমুল ঝগড়া করেন সেলভামুরুগান। আত্মহত্যা করার হুমকিও দেন তিনি ৷ কিন্তু প্রতিদিন একই কথা সেলভামুরুগান বলেন বলে পরিবারের লোকজনও তাঁর হুমকিতে বিশ্বাস রাখেননি ৷ কিন্তু এদিন আত্মহত্যা করার জন্য মনস্থির করেই ফেলেছিলেন মুরুগান ৷ তাঁর বাড়ির ঠিক তলাতেই খাটিয়া পেতে শুয়ে ছিলেন এক বৃদ্ধা ৷ আর সেলভামুরুগান কিছু না দেখে যে ঝাঁপটা দিলেন, একেবারে পড়বি তো পড়, পড়লেন পুরো বৃদ্ধার উপর ৷ তাই এযাত্রাতে নিজে বেঁচে গেলেও মৃত্যু হল ওই বৃদ্ধার ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

স্বামী ও ছেলের সঙ্গে বৃদ্ধা থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ সেলভামুরুগানের বিরূদ্ধে মামলা দায়ের করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ছাদ থেকে ঝাঁপ দিলেন ব্যক্তি, মারা গেলেন অন্য একজন !!