TRENDING:

Hidden camera in female tenant room: মহিলা ভাড়াটিয়ার বেডরুম, বাথরুমের বাল্বে গোপন ক্যামেরা! ফাঁস হল যুবকের কুকীর্তি

Last Updated:

ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দেখলে মনে হবে ঘরে বাল্ব লাগানোর সাধারণ হোল্ডার৷ কিন্তু তার মধ্যেই লুকনো রয়েছে গোপন ক্যামেরা৷ মহিলা ভাড়াটিয়ার বাথরুমে এবং বেডরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও রেকর্ড করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির শাকারপুর এলাকায়৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ওই তরুণী৷ দিল্লির শাকারপুরে একটি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি৷ অভিযুক্ত যুবক ওই বাড়ির মালিকের ছেলে৷ ওই বাড়িরই অন্য একটি তলায় থাকত করণ নামে ওই যুবক৷ উত্তরপ্রদেশে নিজের বাড়ি যাওয়ার সময় নিজের ঘরের চাবি ওই যুবককে দিয়ে গিয়েছিলেন ওই তরুণী৷

আরও পড়ুন: ২৫ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত! পুষ্প বৃষ্টি, উলুধ্বনিতে ‘বীরের’ মতোই বরণ অনুগামীদের

advertisement

ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে তাঁর৷ পরীক্ষা করে তিনি দেখেন, অন্য একটি ল্যাপটপে তাঁর অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে৷ সঙ্গে সঙ্গে ওই ল্যাপটপ থেকে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট করেন৷

এর পরেই তরুণীর সন্দেহ হয়, তাঁর উপরে কেউ নজরদারি চালাত পারে৷ খুঁজতে খুঁজতে নিজের ঘর এবং বাথরুমে লাগানো বাল্বের হোল্ডারে দুটি গোপন ক্যামেরার খোঁজ পান তিনি৷ পুলিশকে ওই মহিলা জানান, তিন মাস আগে বাড়ি যাওয়ার সময় বাড়ির মালিকের ছেলেকে ঘরের চাবি দিয়ে গিয়েছিলেন তিনি৷ এর পরই বিশেষভাবে সক্ষম ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তখনই নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত৷

advertisement

জেরায় ওই যুবক জানায়, তরুণীর ভিডিও রেকর্ড করতে বাজার থেকে তিনটি গোপন ক্যামেরা কেনে সে৷ এর পর তরুণীর ঘর এবং বাথরুমের বাল্ব লাগানোর হোল্ডারে ক্যামেরা দুটি লাগিয়ে দেয় সে৷ যেহেতু ওই ক্যামেরায় রেকর্ড হওয়া ছবি অনলাইনে ট্রান্সফার হত না, তাই সেই সমস্ত ভিডিও নিজের ল্যাপটপে নেওয়ার জন্য আলোর কাজ করার অছিলায় ফের তরুণীর কাছ থেকে ঘরের চাবি নেয় সে৷ এই ঘটনায় দুটি গোপন ক্যামেরা ছাড়াও দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইন করণ নামে বিশেষ ভাবে সক্ষম ওই যুবককে মামলা করেছে পুলিশ৷ দোষী সাব্যস্ত হলে ওই যুবকের অন্তত এক বছরের জন্য কারাবাসের শাস্তি হতে পারে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Hidden camera in female tenant room: মহিলা ভাড়াটিয়ার বেডরুম, বাথরুমের বাল্বে গোপন ক্যামেরা! ফাঁস হল যুবকের কুকীর্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল