মুম্বইয়ের মালাডের বাসিন্দা ব্রেন্ডন সেরাও পেশায় চিকিৎসক৷ বুধবার অনলাইনে অন্যান্য জিনিসপত্র অর্ডার করার সঙ্গেই তিনি তাঁর বোনকে বলেন একটি আইসক্রিমও অর্ডার দিয়ে দিতে৷ আইসক্রিম খাওয়ার ইচ্ছের যে এমন অদ্ভুত পরিণতি হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি৷
আরও পড়ুন: ব্রাইটনেস বাড়িয়ে…এই ২ ভুল কখনও করবেন না! ফোন ফেটে যাবে বোমার মতো, এখনই সতর্ক হন
advertisement
আইসক্রিম মুখে দিয়ে একটি কামড় দিতে গিয়ে তাঁর প্রথমে মনে হয়ে বোধহয় বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়ে ফেলেছেন৷ পরে বুঝতে পারেন বাদাম নয়৷ তিনি দেখেন তিনি কামড় দিয়ে মানুষের কাটা আঙুলে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি৷
আইসক্রিমের ছবি-সহ পুরো অভিজ্ঞতাই অনলাইনে শেয়ার করেছেন ওই ব্যক্তি৷ তাঁর কথায়, ‘‘অনলাইনে তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলাম আমি৷ এদের মধ্যে একটি ছিল বাটারস্কচ৷ প্রায় অর্ধেক খাওয়ার পর আমার মুখে শক্ত কিছু ঠেকে৷ প্রথমে ভেবেছিলাম বোধহয় বাদাম জাতীয় কিছু বা চকোলেট৷ মুখ থেকে বের করেই দেখি ওটা আসলে কী৷’’
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে বর্ষা! বৃষ্টির সময় ভুলেও খাবেন না এইসব খাবার, সুস্থ থাকার চাবিকাঠি জেনে নিন
পেশায় চিকিৎসক ওই ব্যক্তি জানিয়েছেন আইসক্রিমে পাওয়া কাটা আঙুলে নখও ছিল স্পষ্ট৷ আঙুলটি সম্ভবত বুড়ো আঙুল বলেই মনে হয়েছে তাঁর৷ ঘটনায় আতঙ্কিত ওই যুবক তৎক্ষনাৎ আইসক্রি সমেত ছুটে যান থানায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত চলেছে৷