TRENDING:

এক হাতে মদের গ্লাস অন্য হাতে সিগারেট! গুরুগ্রামে হুলস্থুল সিনেমা হলে!

Last Updated:

এক হাতে মদের গ্লাস অন্য হাতে সিগারেট! গুরুগ্রামে হুলস্থুল সিনেমা হলে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে—এক ব্যক্তি সিনেমা হলের মাঝখানে বসে সিগারেট ধরাচ্ছেন এবং মদ খাচ্ছেন। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে নেটিজেনরা হতবাক, পাশাপাশি উঠে এসেছে সিনেমা হলে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।
হুলুস্থুল সিনেমা হলে!
হুলুস্থুল সিনেমা হলে!
advertisement

ঘটনাটি ঘটেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার একটি শো চলাকালীন। আদিত্য ধর পরিচালিত এই ছবি ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ছবিতে অক্ষয় খান্নারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সেদিন পর্দায় নয়, নাটকটা ঘটেছে দর্শকদের মাঝখানে।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ক্লিপে দেখা যায়, লোকটি আরাম করে নিজের সিটে বসে সিগারেট ধরাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি মদও খাচ্ছিলেন। ধোঁয়া আর গন্ধে আশেপাশে বসা পরিবারগুলো বিরক্ত হয়ে যায়, ফলে সবার মনোযোগ সিনেমা থেকে সরে গিয়ে ওই ব্যক্তির আচরণের দিকে চলে যায়।

advertisement

@divyanshu.discovers নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশন দেন—“The smart people of Gurugram.”
লোকটি সিগারেট খেতেই থাকায় হলের স্টাফরা গিয়ে তাঁকে ঘিরে ধরেন। কিছুটা বাকবিতণ্ডার পর তাঁকে সিট থেকে উঠিয়ে বাইরে নিয়ে যান।

তাঁকে বের করে দেওয়ার সময় হলের বাকি দর্শকরা করতালি দিয়ে স্টাফদের প্রশংসা করেন। অনেকে বলছেন, স্টাফরা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

advertisement

https://www.reddit.com/r/gurgaon/comments/1pfsw28/smoking_in_theatre_gurgaon_ke_dhurandar/?utm_source=embedv2&utm_medium=post_embed&utm_content=whitespace&embed_host_url=https://www.news18.com/viral/gurugram-man-sitting-in-first-row-smokes-at-dhurandhar-screening-pure-zoo-behaviour-put-him-in-a-cage-aa-ws-l-9757333.html

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পড়ুয়াদের অভিনব নির্মাণ! ফেলে দেওয়া প্লাস্টিক আবর্জনা দিয়ে তৈরি সেলফি জোন
আরও দেখুন

ভিডিওটি ঘিরে নেটে চলছে মিম আর মন্তব্যের স্রোত।
একজন মজা করে লিখেছেন, “৪ডি অভিজ্ঞতা ভেবেছে, তাই নিজেই ধোঁয়া এনেছে।” আরেকজন লিখেছেন, “বোধহয় ভাবছে নিজের সোফায় বসে আছে।” কারও মন্তব্য—“গুরগাঁওয়ের লোকজন আলাদা লেভেল।”
আরেকজনের উপসংহার—“দাদা নিজেকে ‘সিগমা’ ভাবে।”

বাংলা খবর/ খবর/দেশ/
এক হাতে মদের গ্লাস অন্য হাতে সিগারেট! গুরুগ্রামে হুলস্থুল সিনেমা হলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল