TRENDING:

ভূতের সিনেমা "The Conjuring 2" দেখতে গিয়ে সিনেমাহলেই মারা গেলেন বৃদ্ধ

Last Updated:

ভূতের সিনেমা দেখতে গিয়ে প্রাণ হারালেন ৬৮ বছরের এক বৃদ্ধ ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার নাইটে শোয়ে হলিউডের হরার মুভি "The Conjuring 2" দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ভূতের সিনেমা দেখতে গিয়ে প্রাণ হারালেন ৬৮ বছরের এক বৃদ্ধ ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার নাইটে শোয়ে হলিউডের হরার মুভি "The Conjuring 2" দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ সিনেমা হলেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির ৷
advertisement

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ের বালুসুব্রামানিয়ার সিনেমা হলে ৷

মৃত ব্যক্তির নাম জি রাম মোহন ৷ তিনি অন্ধ্রপ্রদেশের কাড়াপ্পা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, সিনেমার শেষের দিকে হঠাৎই তিনি বুকে ব্যাথা অনুভব করেন ৷ এবং সিনেমা হলে যেখানে বসেছিলেন সেখানেই অজ্ঞান হয়ে পড়েন ৷

মোহনের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তার বন্ধু এইচ প্রসাদ ৷ প্রসাদ তাকে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

advertisement

চিকিৎসকেরা মোহনকে তিরুবন্নামালাই মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পরার্মশ দেন ৷ কিন্তু প্রসাদ তার ময়নাতদন্ত না করিয়ে কাড়াপ্পার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে ৷

খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অন্ধ্রপ্রদেশে তার মৃতদেহ পৌঁছেছে কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷

ব্যবসার কারণে তিরুবন্নামালাইয়ে ওই দুই ব্যক্তি গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভূতের সিনেমা "The Conjuring 2" দেখতে গিয়ে সিনেমাহলেই মারা গেলেন বৃদ্ধ