TRENDING:

এইডস আছে শুনে মহিলাকে ধর্ষণ না করে পালালো যুবক!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহারাষ্ট্র:  ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করেছিলেন এক নারী। আর তার 'এইডস আছে' শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত কিশোরবিলাস আভহাদ নামে এক যুবক। মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গবাদ শহরের ঘটনা। পরে এইডসে আক্রান্ত হওয়ার ভয়ে ধর্ষণ না করলেও ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
advertisement

গত ২৫ মার্চ অওরঙ্গবাদের রাজনগরে এই ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে কিশোরবিলাস। ওইদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি। এতে বলা হয়, পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কিশোরবিলাস। তিনি মা ও মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। এরপর নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করেন কিশোরবিলাস। উপস্থিত বুদ্ধির আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে। এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। পরে পুলিশে আভিযোগ করেন ওই মহিলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
এইডস আছে শুনে মহিলাকে ধর্ষণ না করে পালালো যুবক!