গেরুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ ইরশাদ হান্টারগঞ্জ থানায় অভিযোগ জানাতে আসেন।
পুলিশ সূত্রে খবর, কিছু যুবক সমানে ওই তাঁকে উত্যক্ত করছিলেন। তাঁকে হেনস্থা করার ফলেই এই ধরনের পোস্টার সামনে আনা হয়।
জানা গিয়েছে, দুই মাস ধরে জনা বারো যুবক ইরশাদকে সমানে হেনস্থা করে যাচ্ছিলেন। যখন ইরশাদ বাড়ি থেকে বেরোন তিনি এই ধরনের পোস্টার দেখতে পান। গোটা গ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার তিনি দেখতে পান।
advertisement
আরও পড়ুন: ‘আমি তাকে খুন করেছি’,সহবাস সঙ্গিনী ও তার মেয়েকে খুন করে লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখল প্রেমিক
এই পোস্টার দেখে তিনি হকচকিয়ে যান, সেই পোস্টারে লেখা ছিল গত ৫ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন তিনি, যদি কোনও ব্যক্তি তাঁর খোঁজ পান তাহলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।
ইরশাদের মতে, কিছু যুবক তাঁকে হেনস্থা করার জন্যই এই ধরনের কাণ্ড ঘটানো হয়েছে। এছাড়াও যখনই তিনি বাজারে যেতেন তখনই পাথর ছুড়ত। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।