TRENDING:

Karnataka Woman Murder: ব্যাগে ভরা স্ত্রীর দেহ, বাসে ফেলে রেখে উধাও স্বামী! কর্ণাটকে ২৩ বছর পর পুলিশের জালে বৃদ্ধ

Last Updated:

সেই সময় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় কর্ণাটকে শোরগোল পড়ে গিয়েছিল৷ ঘটনার সময় ৪৯ বছর বয়স ছিলেন হনুমানটাপ্পার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০০২ সালে নিজের তৃতীয় স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করেছিলেন৷ তার পর থেকে তাঁকে খুঁজছিল পুলিশ৷ কিন্তু দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও সেই খুনি স্বামীর নাগাল পায়নি পুলিশ৷
News18
News18
advertisement

শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়তেই হল কর্ণাটকের বাসিন্দা ৭২ বছরের হনুমানটাপ্পাকে৷ কর্ণাটকের কোপ্পাল জেলা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০২ সালে নিজের তৃতীয় স্ত্রীকে খুন করে তাঁর দেহ একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন হনুমানটাপ্পা৷ এর পর সেই মৃতদেহ ভর্তি ব্যাগ একটি বাসের মধ্যে রেখে উধাও হয়ে যান তিনি৷ তদন্ত নামে কর্ণাটকের গঙ্গাবতি থানার পুলিশ৷

advertisement

সেই সময় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় কর্ণাটকে শোরগোল পড়ে গিয়েছিল৷ ঘটনার সময় ৪৯ বছর বয়স ছিলেন হনুমানটাপ্পার৷ যদিও অনেক চেষ্টার পরেও তাঁকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ৷ রায়চুর জেলার হলধল গ্রামের বাসিন্দা ছিলেন হনুমানটাপ্পা৷ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে জুনিয়র হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতেন তিনি৷

এর পর কেটে গিয়েছে একে একে ২৩ বছর৷ গত দুই দশকে আরও অসংখ্য অপরাধের ভিড়ে চাপা পড়ে গিয়েছিল হনুমানটাপ্পার এই ঘটনা৷ কিন্তু পুলিশের খাতা থেকেই সেই অপরাধ মুছে যায়নি৷ কয়েকদিন আগেই গোপন সূত্রে পুলিশ খবর পায়, হলধলে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন হনুমানটাপ্পা৷ সেখান থেকেই ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, এত বছর ধরে কর্ণাটকেরই বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন হনুমানটাপ্পা৷ স্থানীয় কারও সাহায্যেই হনুমানটাপ্পা পুলিশের চোখে ধুলো দিচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Woman Murder: ব্যাগে ভরা স্ত্রীর দেহ, বাসে ফেলে রেখে উধাও স্বামী! কর্ণাটকে ২৩ বছর পর পুলিশের জালে বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল