TRENDING:

Mamata To Meet Akhilesh-Uddhav-Power: উদ্ধব, পাওয়ার, অখিলেশের সঙ্গে মমতার সাক্ষাৎ আজ, নিছকই সৌজন্য? নাকি বড় রাজনৈতিক কৌশল?

Last Updated:

Mamata To Meet Akhilesh-Uddhav-Power: সংসদের বাজেট অধিবেশনের আগে INDIA-র গুরুত্বপূর্ণ তিন শরিকের সঙ্গে আজ দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয় বলেই দাবি রাজনৈতিক মহলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সংসদের বাজেট অধিবেশনের আগে INDIA-র গুরুত্বপূর্ণ তিন শরিকের সঙ্গে আজ দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয় বলেই দাবি রাজনৈতিক মহলের। কেন্দ্রের শাসক দলের বিরোধীতায় রাজনৈতিক কৌশল কী হতে পারে, তার আরও একটা আঁচ মিলতে পারে আজকের এই সাক্ষাৎ পর্বে।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

সংসদ অধিবেশনের আগে INDIA শরিকদের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার আর অখিলেশের বৈঠকের সম্ভাবনাকে এভাবেই দেখছে রাজনৈতিক মহল। আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১২ অগাস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। জনবিরোধী নীতি নিয়ে কীভাবে মোদি সরকারের উপর চাপ তৈরি করা যায়, বৈঠকে তার কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

advertisement

INDIA’র মধ্যে কংগ্রেসকে সমদূরত্বে রেখে ঠাকরে-পাওয়ার-যাদব গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বারবার আলোচনা চালিয়েছেন। সংসদের বাজেট অধিবেশনে গুরুত্ব পেতে চলেছে -ডেপুটি স্পিকারের দাবিতে জোরদার সওয়াল। দ্রব্যমূল্য ইস্যুতে চেপে ধরা সরকারকে। বাজেটে সাধারণ মানুষের সমস্যা মেটাতে হবে। নিট-ইউজি পরীক্ষার রেশ। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার পাশাপাশি সামনেই রয়েছে মহারাষ্ট্র বিধানসভার ভোট। সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র করতে হবে।

advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই পৌছেছেন মমতা। সন্ধ্যায় শিল্পপতি মুকেশ আম্বানির সাথে দেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, শুক্রবার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তার আগে শুক্রবার বিকেল থেকে উদ্ধ্বব ঠাকরে, শারদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের সূচী রয়েছে।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘণ্টা ‘ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন’ দক্ষিণবঙ্গ জুড়ে, কী সতর্কতা উত্তরে? জানিয়ে দিল আলিপুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

INDIA- র মধ্যে উদ্ধব ঠাকরে বা অখিলেশ যাদবের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভীষণই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও বিভিন্ন সময় তাঁরা আলাদা আলাদা করে মিটিং করেছেন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে এসে দেখা করে গিয়েছেন উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরের সঙ্গে। আবার সংসদীয় একটা দল দেখা করেছেন শারদ পাওয়ারের সঙ্গে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata To Meet Akhilesh-Uddhav-Power: উদ্ধব, পাওয়ার, অখিলেশের সঙ্গে মমতার সাক্ষাৎ আজ, নিছকই সৌজন্য? নাকি বড় রাজনৈতিক কৌশল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল