২০১৯, বিজেপি ফিনিশ। স্লোগান তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে তাঁর বাজি অ-বিজেপি আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডেরাল ফ্রন্ট। মোদি সরকারকে হঠাতে মরিয়া শরদ পাওয়ার, মায়াবতী, অখিলেশ, কে চন্দ্রশেখর রাওয়ের মতো নেতারাও। জোটের প্রাথমিক আলোচনা নিয়ে নৈশভোজে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি সফর মমতার। মায়াবতী, অখিলেশদের জোটের পাশে আগেই দাঁড়িয়েছেন। নবান্নে আলোচনা করেছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও। নৈশভোজের আগে বাকি বিরোধী নেতাদের মনোভাবও বুঝে নিতে চান তৃণমূলনেত্রী।
advertisement
বিজেপি-কংগ্রেসকে বাদ দিয়েই মমতার ফেডারেল ফ্রন্টের ভাবনা। শরদের নৈশভোজেও আমন্ত্রিত নয় কংগ্রেস। কিন্তু বাস্তব পরিস্থিতিতে কংগ্রেসকে বাদ দিয়ে কি বৃহত্তর জোটের বাজিমাত সম্ভব? এই প্রশ্নে চন্দ্রশেখর রাওদের পরিকল্পনা একমুখী হলেও রাস্তা খুলে রাখার পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ যাত্রায় সনিয়ার সঙ্গে যে দেখা হচ্ছে না তা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শরদের নৈশভোজে তো বটেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে আলাদা করে কথা হতে পারে মুখ্যমন্ত্রীর। মমতা, শরদের পাশাপাশি বিরোধী ঐক্য গড়তে উদ্যোগ নিচ্ছেন সদ্য এনডিএ ছাড়া টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুও। সূত্রের খবর, এপ্রিলের তৃতীয় সপ্তাহে বিজয়ওয়াড়ায় বিজেপি বিরোধীদের নিয়ে একটি বৈঠক করবেন তিনি। টিডিপির দাবি, এই বৈঠকে প্রায় পঁয়ত্রিশটির মতো রাজনৈতিক দল যোগ দেবে।