আরও পড়ুন: বিজেপি বিরোধী ঐক্যে শান ! কেজরিওয়ালের ডাকে যন্তর মন্তরে ধর্নায় বিরোধীরা
ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এবার লড়াই দিল্লিতে। নরেন্দ্র মোদির চৌকাঠের সামনে গিয়ে মোদি সরকারকে উৎখাতের ডাক দিতে বিরোধীদের মঞ্চ তৈরি।
নিশানায় মোদি সরকার। স্লোগান গণতন্ত্র বাঁচাও। মোদি বিরোধী ঐক্যে শান দিতে এবার ধর্না যন্তর মন্তরে। ১৯শে জানুয়ারি, মমতার ব্রিগেডে বিজেপি বিরোধী প্রায় সমস্ত দলের নেতারাই হাজির ছিলেন। বুধবার, দিল্লির ধর্না মঞ্চেও তাঁদের সকলেরই থাকার কথা।
advertisement
আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ, বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার
যন্তর মন্তরের সামনে থেকে লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যকে মজবুত করতে এবার রাজধানীতে সেভ ডেমোক্র্যাসির ধর্না। ইউনিইটেড ইন্ডিয়ার এই মঞ্চে থাকবেন মমতা-চন্দ্রবাবু-কেজরিওয়ালের মতো বিজেপি বিরোধী নেতারা।
দিল্লিতে গিয়ে সুর তো চড়াবেনই। তার আগে, মঙ্গলবারই নরেন্দ্র মোদিকে নিশানা করে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: জামাকাপড় খুলে মারব, তৃণমূল নেতাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
দিল্লির বুকে মোদি বিরোধী জোটের ঐক্যতে বিজেপি ও মোদি সরকারের কপালে বড়সড় চিন্তার ভাজ পড়বে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল
বুধবার ধর্নার পর বৃহস্পতিবার, সংসদের সেন্ট্রাল হলেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন বিরোধী দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকও করতে পারেন। মোদি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে কীভাবে এগোবে, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।