তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুল যোশীর প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শতাংশ ১০ থেকে বেড়ে ১৭, এতে কোনওভাবে চিন্তায় তৃণমূল? মমতার আত্মবিশ্বাসী দ্বিধাহীন জবাব, ‘সিপিএম কংগ্রেস থেকে বেশ কয়েকজন নেতা ভয় পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ কেন্দ্র সরকারের চমক ধমক শুনে বিজেপিতে যাচ্ছেন অনেকে ৷ দলবদলু নেতাদের জন্যই বিজেপির ভোট শেয়ার বেড়েছে ৷’
advertisement
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুল যোশীর প্রশ্ন ছিল, ‘এবারের নির্বাচনে অন্যতম ফোকাস রয়েছে পশ্চিমবঙ্গের উপর ৷ কতগুলি আসন পাবে তৃণমূল?’ তৃণমূলনেত্রীর সাফ জবাব, ৪২-এ ৪২টি আসনই পাবে তৃণমূল কংগ্রেস ৷
রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবেও বিজেপিকে মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি কখনই প্রধান বিরোধী দল নয় ৷ বিজেপি মিথ্যে কথা বলে অনেক বড়বড় স্বপ্ন দেখায় ৷ পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ মিলেই দেশের সরকার গড়বে ৷ বেশিরভাগ রাজ্যে আসন পাবে না বিজেপি ৷ বিজেপির পুরনো নেতাদেরই আমি শুধু নেতা মানি ৷’
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর প্রশ্নের সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের জনতা ৪২টি আসনই তৃণমূলকেই দেবে ৷’ বিরোধীদের কোনও নম্বর দিতেই নারাজ তৃণমূলনেত্রী ৷