এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও শপথ নেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে বিজেপির কোনও বিধায়কই উপস্থিত ছিলেন না। শাসক দলের পক্ষে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা। পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, "বিজেপি হাজির থাকল না আজকে। যারা বিধানসভায় সংখ্যা গরিষ্ঠ হতে চায়। যারা বাংলায় ২০০ পাব বলেছিল, তারা কেউ আসল না। এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়৷"
advertisement
অবশ্য আরও বড় ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল এ দিনের অনুষ্ঠানের জন্য। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভাতে জানিয়ে দেন সব্যসাচী দত্তকে দলে ঘরে ফেরানো হবে। মুকুল রায়ের হাত ধরে একদা দল ছেড়ে ছিলেন তিনি। আজ মুকুল রায়ের হাত ধরেই মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতে দেখা যায় সব্যসাচী দত্তকে। পার্থ চট্টোপাধ্যায় ববি হাকিম এবং সুব্রত বক্সীরা সব্যসাচী দত্তকে তৃণমূলে ফেরানোর প্রক্রিয়ায় অংশ গ্রহণ করা শুরু করেন মুখ্যমন্ত্রীর ঘরেই।
আরও পড়ুন-তৃণমূলে ফিরছেন সব্যসাচী, জানিয়ে দিলেন মমতা নিজেই!
সব্যসাচী দলে যোগ দিয়েই বলেন, "দলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তাই অন্য দলে গিয়েছিলাম। আজ আমাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করলেন।"
সব্যসাচীর ঘরে ফেরা নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, "উনি যেচেই বিজেপিতে এসেছিলেন কেউ ডাকেনি ফলে তার চলে যাওয়া নিয়ে আমাদের আজ নতুন করে কিছু বলার নেই বিজেপি কর্মী নির্ভর দল। কোনও নেতার উপর নির্ভরশীল নয়।"
প্রসঙ্গত সব্যাসাচীকে এমন সময়ে দলে ফেরালো তৃণমূল যখন খড়দহে উপনির্বাচনে তাঁকে ইনচার্জ নিযুক্ত করেছিল বিজেপি।রাজনৈতিক মহলের মত, ভোটের আগে কোনও প্রচারে না নেমেই বিজেপির পালের হাওয়া কেড়ে নিল ঘাসফুল শিবির।