TRENDING:

Mamata Banerjee oath| বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা, আর তারপরেই ক্লাইম্যাক্স বিধানসভায়!

Last Updated:

Mamata Banerjee oath| এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও শপথ নেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৃত্ত সম্পূর্ণ হলো। বেশি আসনে জিতেও বিধায়ক হিসেবে শপথ নেওয়া হয়নি। হিসেবে সর্বোচ্চ ব্যবধানে জিতে। আজ বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড় (Mamata Banerjee Oath)। শপথপাঠ অনুষ্ঠানে যে রাজ্যপাল পৌরোহিত্য করবেন তা তিনি আগেভাগেই জানিয়েছিলেন। রাজভবনের তরফে বলা হয়েছিল, জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় রাজ্যপাল এই অনুষ্ঠানে থাকছেন।
শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও শপথ নেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে বিজেপির কোনও বিধায়কই উপস্থিত ছিলেন না। শাসক দলের পক্ষে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা। পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, "বিজেপি হাজির থাকল না আজকে। যারা বিধানসভায় সংখ্যা গরিষ্ঠ হতে চায়। যারা বাংলায় ২০০ পাব বলেছিল, তারা কেউ আসল না। এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়৷"

advertisement

অবশ্য আরও বড় ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল এ দিনের অনুষ্ঠানের জন্য। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভাতে জানিয়ে দেন সব্যসাচী দত্তকে দলে ঘরে ফেরানো হবে। মুকুল রায়ের হাত ধরে একদা দল ছেড়ে ছিলেন তিনি। আজ মুকুল রায়ের হাত ধরেই মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতে দেখা যায় সব্যসাচী দত্তকে।  পার্থ চট্টোপাধ্যায় ববি হাকিম এবং সুব্রত বক্সীরা সব্যসাচী দত্তকে তৃণমূলে ফেরানোর প্রক্রিয়ায় অংশ গ্রহণ করা শুরু করেন মুখ্যমন্ত্রীর ঘরেই।

advertisement

আরও পড়ুন-তৃণমূলে ফিরছেন সব্যসাচী, জানিয়ে দিলেন মমতা নিজেই!

সব্যসাচী দলে যোগ দিয়েই বলেন, "দলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তাই অন্য দলে গিয়েছিলাম। আজ আমাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করলেন।"

সব্যসাচীর ঘরে ফেরা নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, "উনি যেচেই বিজেপিতে এসেছিলেন কেউ ডাকেনি ফলে তার চলে যাওয়া নিয়ে আমাদের আজ নতুন করে কিছু বলার নেই বিজেপি কর্মী নির্ভর দল। কোনও নেতার উপর নির্ভরশীল নয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

প্রসঙ্গত সব্যাসাচীকে এমন সময়ে দলে ফেরালো তৃণমূল যখন খড়দহে উপনির্বাচনে তাঁকে ইনচার্জ নিযুক্ত করেছিল বিজেপি।রাজনৈতিক মহলের মত, ভোটের আগে কোনও প্রচারে না নেমেই বিজেপির পালের হাওয়া কেড়ে নিল ঘাসফুল শিবির।

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee oath| বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা, আর তারপরেই ক্লাইম্যাক্স বিধানসভায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল